Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

হারানো দিনের মতো [Harano Diner Moto] | মিতালী মুখার্জী

হারানো দিনের মতো [Harano Diner Moto] | মিতালী মুখার্জী

আলাউদ্দিন আলী
“হারানো দিনের মতো” গানটি বাংলার খুবই জনপ্রিয় একটি গান ।  এই আধুনিক গানটি গেয়েছেন শিল্পী মিতালী মুখার্জী এবং গানটি লিখেছেন আলাউদ্দিন আলী ।

হারানো দিনের মতো [Harano Diner Moto] | মিতালী মুখার্জী

গীতিকারঃ আলাউদ্দিন আলী

সুরকারঃ মনিরুজ্জামান মনির

প্রথম গানের কন্ঠশিল্পীঃ মিতালী’ মুখার্জী

হারানো দিনের মতো লিরিক্স :

হারানো দিনের মত
হারিয়ে গেছো তুমি
ফেরারী সুখের মত
পালিয়ে গেছো তুমি
জানি না কি দিয়ে
কি নিয়ে গেছো তুমি
হারানো দিনের মত
হারিয়ে গেছো তুমি

তুমি তো সুখ দিয়েছিলে
আমার এ মন নিয়েছিলে
সবই তো ফিরিয়ে নিলে
স্মৃতিটুকু ফেলে গেলে
যা কিছু রেখে গেছো
তাই নিয়ে আছি আমি
হারানো দিনের মত
হারিয়ে গেছো তুমি

এখনো রাত জেগে থাকি
মেলে রাখি দু’টি আঁখি
স্বপনের জাল বুনে দেখি
সবই মিছে সবই ফাঁকি
বলোনা তুমি ছাড়া
কি নিয়ে বাঁচি আমি
হারানো দিনের মত
হারিয়ে গেছো তুমি
ফেরারী সুখের মত
পালিয়ে গেছো তুমি
জানি না কি দিয়ে
কি নিয়ে গেছো তুমি
হারানো দিনের মত
হারিয়ে গেছো তুমি

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Harano Diner Moto lyrics :

Harano Diner Moto Hariye Gecho Tumi
Ferari Shukher Moto Paliye Gecho Tumi
Janina Ki Diye Ki Niye Gecho Tumi ||

Tumi To Shukh Diyechile
Amar E Mon Niyechile
Shobito Firiye Nile
Sriti Tuku Fele Gele
Jaa Kichu Rekhe Gecho
Taai Niye Aachi Aami ||

Akhono Raat Jege Thaaki
Mele Raakhi Duuti Aakhi
Shoponer Jaal Bune Dekhi
Shobi Miche Shobi Faaki
Bolonaa Tumi Chara
Ki Niye Baachi Aami ||

মিতালী মুখার্জীঃ

মিতালী ‘মুখার্জী

একজন বাংলাদেশী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। মুখার্জি তার বাবা অমূল্য কুমার মুখার্জী ও মা কল্যাণী মুখোপাধ্যায়ের কাছে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। মুখার্জি পিটার মিঠুন দে’র তত্ত্বাবধানে উচ্চাঙ্গ সঙ্গীতে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করেন। তিনি বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতে শিক্ষা গ্রহণ করেন।

মুখার্জির প্রথম অ্যালবাম “Saahil” হয় এইচএমভি দ্বারা প্রকাশ করা হয়। তিনি তার অ্যালবাম ” চাঁদ পারোসা হ্যায় “-এর জন্য গীতিকার গুলজারের সঙ্গে সহযোগিতা করেন । তিনি পাঞ্জাবি, গুজরাটি, তামিলসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন।

মনিরুজ্জামান মনিরঃ

মনিরুজ্জামান মনির

মনিরুজ্জামান মনির একজন বাংলাদেশী গীতিকার। ১৯৭০ সালে তিনি বেতারের তালিকাভুক্ত গীতিকার হন। পরে তিনি চলচ্চিত্রের জন্যেও গীত রচনা করেন।

বাংলাদেশী চলচ্চিত্রের গীত রচনায় অবদানের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৪ সালে একুশে পদকে ভূষিত করে । মনিরুজ্জামান মনির ১৯৫২ সালের ২৮ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সিলেটের সুনামগঞ্জ জেলার তেঘরিয়ায় জন্মগ্রহণ করেন। চার ভাই ও তিন বোনের মধ্যে মনিরুজ্জামান তৃতীয়। ছোটবেলা থেকেই তিনি দৈনিক পয়গাম, দৈনিক পাকিস্তান, সবুজপাতায় নিয়মিত ছড়া লিখতেন। তার মামা উজির মিয়া ছিলেন সিলেট বেতারের কণ্ঠশিল্পী।

আলাউদ্দিন আলীঃ

আলাউদ্দিন আলী

আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪শে ডিসেম্বর মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামের এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জাবেদ আলী ও মাতা জোহরা খাতুন। আলাউদ্দিন তার পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সঙ্গীতে শিক্ষা নেন। ১৯৬৮ সালে তিনি যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে আসেন এবং আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে যোগ দেন।

আলাউদ্দিন ১৯৭৫ সালে সঙ্গীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন। তিনি গোলাপী এখন ট্রেনে (১৯৭৯), সুন্দরী (১৯৮০), কসাই এবং যোগাযোগ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

তিনি ৯ আগস্ট ২০২০ সালে মৃত্যুবরণ করেন ।  

 

 

আরও দেখুনঃ 

অলির কথা শুনে বকুল হাসে [ Olir o kotha shune bokul hashe ]

 

মিতালী মুখার্জীর আরোও একটি গানঃ

Exit mobile version