হারিয়ে যাবো একদিন আমি লিরিক্স | hariye jabo ekdin lyrics | গজল
গজল আরব থেকে এর উৎপত্তি হলেও ফার্সি ভাষায় এটি বিশেষ বিকাশ লাভ করে। পরবর্তীতে উর্দু ভাষায় এটি সমধিক জনপ্রিয়তা পায়। আরবি, ফার্সি, পশতু, উর্দু ছাড়াও হিন্দি, পাঞ্জাবী, মারাঠি, বাংলা এমনকি ইংরেজিতেও গজল লেখা হয়। প্রাথমিক দিকে ইমাম গাযালী, মওলানা জালালুদ্দিন রুমী, হাফীজ সীরাজী, ফারুখউদ্দীন আত্তার, হাকীম শানাঈ প্রমুখ গজল লিখে বেশ নাম করেন। পরবর্তিতে আমির খসরু, মীর তাকী মীর, ইব্রাহীম জক, মীর্জা গালিব, দাগ দেলবী এবং আধুনিক কালে আল্লামা মুহাম্মদ ইকবাল, ফয়েজ আহমেদ ফয়েজ, ফিরাক গোরখপুরী গজল লেখক হিসাবে নাম করেন।
হারিয়ে যাবো একদিন আমি লিরিক্স
গজল
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
ক্ষমা করে দিয়ো তোমরা আমায়, ক্ষমা করে দিয়ো তোমরা আমায়,
ভুল করে থাকি যদি কোনোদিন
হারিয়ে যাবো একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন
বাঁশ বাগানে বা গোরস্থানে হয় তোহ দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর
বাঁশ বাগানে বা গোরস্থানে হয় তোহ দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর
পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনোদিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জালবে
ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জালবে
থাকবে না কেউ জানি আমার পাশে
কাটাব একাকী রাত্রি দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
hariye jabo ekdin lyrics in english
Hariye Jabo ekdin ami robo na ei vubone chirodin
Hariye Jabo ekdin ami robo na ei vubone chirodin
Khoma kore diyo tomra amay, khoma kore diyo tomra amay
Vul kore thaki jodi konodin
Hariye jabo ekdin ami, robo na ei vubone chirodin
Hariye jabo ekdin ami, robo na ei vubone chirodin
Bash Bagane ba gorosthane hoy toh debe more kobor
tomra amay jabe vule, rakhbe na jani kono khobor
porbe ki mone amar kotha, felbe ki osru konodin
Hariye jabi ekdin ami robo na ei vubone chirodin