“হৃদয়ের একুল ওকুল” গানটি একটি বাংলা রবীন্দ্রসংগীত। গানটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । রবীন্দ্রসংগীত হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গান। বাংলা সংগীতের জগতে এই গানগুলি একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। গানটি গেয়েছেন ভারতীয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী ।
![হৃদয়ের একুল ওকুল [ Hridoyer ekul okul ] 1 হৃদয়ের একুল ওকুল [ Hridoyer ekul okul ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_200,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Hotpot-5-200x300.png)
হৃদয়ের একুল ওকুল [ Hridoyer ekul okul ]
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
কন্ঠশিল্পীঃ জয়তী চক্রবর্তী
হৃদয়ের একুল ওকুল [ Hridoyer ekul okul ]
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়ন-বারি (x2)
যে দিকে চেয়ে দেখি ওগো সখী,
যে দিকে চেয়ে দেখি ওগো সখী
কিছু আর চিনিতে না পারি
উথলে নয়ন-বারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি।
পরানে পড়িয়াছে টান,
ভরা নদীতে আসে বান (x2)
আজিকে কী ঘোর তুফান সজনি গো
বাঁধো আর বাঁধিতে নারি,
বাঁধ আর বাঁধিতে নারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি।
কেন এমন হল গো, আমার এই নব’যৌবনে
সহসা কী বহিলো কোথাকার কোন পবনে
আমার এই নবযৌবনে
হৃদয় আপনি উদাস, মরমে কিসেরও হুতাশ
হৃদয় আপনি উদাস, মরমে কিসেরও হুতাশ
জানি না কী বাসনা, কী বেদনা গো..
কেমনে আপনা নিবারি,
কেমনে আপনা নিবারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি
যে দিকে চেয়ে দেখি ওগো সখী,
যে দিকে চেয়ে দেখি ওগো সখী
কিছু আর চিনিতে না পারি
উথলে নয়ন-বারি
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়
হায় সজনি, উথলে নয়নবারি।
জয়তী চক্রবর্তীঃ
![হৃদয়ের একুল ওকুল [ Hridoyer ekul okul ] 2 হৃদয়ের একুল ওকুল](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_230/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/DSC_9453-scaled-e1603807070321.jpg-300x230.webp)
জয়তী চক্রবর্তী একজন ভারতীয় রবীন্দ্রসংগীত শিল্পী । তিনি রবীন্দ্রনাথ এর গাওয়া “হৃদয়ের একুল ওকুল” সহ আরো অনেক রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন ।
রবীন্দ্রনাথ ঠাকুরঃ
![হৃদয়ের একুল ওকুল [ Hridoyer ekul okul ] 3 হৃদয়ের একুল ওকুল](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_412,h_232/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Hotpot-6-300x169.png)
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গানকে রবীন্দ্রনাথ সংগীত বলে । রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী । রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
![হৃদয়ের একুল ওকুল [ Hridoyer ekul okul ] 4 YaifwwriN4BzRFCyqbslL4 হৃদয়ের একুল ওকুল [ Hridoyer ekul okul ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত এক কবি। মাত্র আট বছর বয়সে তিনি কাব্যরচনা শুরু করেন। তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৫২। তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত সংগীতস্রষ্টা হিসেবে। রবীন্দ্রনাথ প্রায় দুই হাজার গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস, ৯৫টি ছোটগল্প, ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং ৩৮টি নাটক রচনা করেছিলেন।
এই মহাকবি ৭ আগষ্ট ১৯৪১ সালে ৮০ বছর বয়সে মারা যান ।
আরও দেখুনঃ