Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই – মান্না দে, পুলক বন্দোপাধ্যায়, রতু মুখোপাধ্যায়

হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই গানটি মান্না দের গাওয়া একটি জনপ্রিয় আধুনিক গান। এই গানটি লিখেছেন গীতিকার পুলক বন্দোপাধ্যায় এবং সুর করেছেন সুরকার রতু মুখোপাধ্যায়।

 

হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই

Song : Hridayer gaan shikhe to gaay go sabai
Singer : Manna Dey
Music Director : Ratu Mukherjee
Lyricist : Pulak Banerjee
Label : Saregama India Ltd

Hridayer gaan shikhe to gaay go sabai Lyrics In Bengali :

হৃদয়ের গান শিখে তো
গায় গো সবাই,
ক’জনা হৃদয় দিয়ে গাইতে জানে,
নয়নে কাজল সে তো সবাই পরে
ক’জনা তোমার মত চাইতে জানে
হৃদয়ের গান শিখে তো
গায় গো সবাই।

কত না রঙ বাহারী ফুলের মালায়
খোঁপাটি বাহার করে সবাই সাজায়,
জুঁই ফুল এমন করে এলো খোঁপায়
ক’জনা তোমার মত ছাইতে জানে,
হৃদয়ের গান শিখে তো
গায় গো সবাই।

কাহিনী গল্প গাঁথা কত
কি কয় সকলে,
এভাবে মনের কথা
বল না আর কে বলে।

সবারই জীবনে প্রেম হয়তো আসে
জানি না এমন ভালো আর কে বাসে,
স্বপনের সোনার তরী কূল হারিয়ে
ক’জনা তোমার মত বাইতে জানে।

হৃদয়ের গান শিখে তো
গায় গো সবাই,
কজনা হৃদয় দিয়ে গাইতে জানে,
নয়নে কাজল সে তো সবাই পরে
কজনা তোমার মত চাইতে জানে
হৃদয়ের গান শিখে তো
গায় গো সবাই।

Exit mobile version