সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ] এ শিল্পী বা Performer হিসেবে যোগ দেবার আগ্রহ প্রতিদিন বাড়ছে। অনেকেই তাদের আগ্রহের কথা আমাদের সামাজিক নেটওয়ার্কের পাতায় জানাচ্ছেন। কিন্তু সঠিক প্রক্রিয়ায় শিল্পী বা Performer হিসেবে আবেদন না করায় আমরা তাদেরকে গাইতে/বাজাতে আমন্ত্রন জানাতে পারছি না।তাই সেই প্রক্রিয়াটি সহজ ও বোধগম্য করার উদ্দেশ্যে এই আর্টিকেলটি তৈরি করা হলো।
শিল্পী বা Performer হিসেবে সংগীত গুরুকুলে যুক্ত হতে যারা আগ্রহী, তাদের সবাইকে এই নীতিমালাটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো। আপনার যদি মেধা ও দক্ষতা থাকে এবং সঠিক ভাবে আবেদন করেন তবে অচিরেই আপনি আমাদের তালিকাভূক্ত হবেন।
Table of Contents
তালিকাভুক্তির সুবিধা কি?
- সঙ্গীত গুরুকুল সহ সঙ্গীত গুরুকুলের এফিলিটেড সকল চ্যানেল শিল্পি হিসেবে গান/বাজনা করার সুযোগ। গান/বাজনা করলে শিল্পীর “বিভাগ” অনুযায়ী সম্মানী।
- সঙ্গীত গুরুকুলে তালিকাভূক্ত গীতিকার/সুরকারের তৈরি মৌলিক গান গাইবার সুযোগ।
- সঙ্গীত গুরুকুলের বিভিন্ন অনুষ্টানে আমন্ত্রন।
- সঙ্গীত গুরুকুলের ওয়েবসাইটে আপনার পরিচিত ও গান বাজনা সহ ফিচার আর্টিকেল।
- যাদের গান দর্শকশ্রোতা বেশি পছন্দ করবেন,তাদের জন্য বিশেষ পুরস্কার।
তালিকাভুক্ত হয় কি প্রক্রিয়ায়?
তালিকাভূক্ত হবার দুটো প্রক্রিয়া। প্রথমত শিল্পি যদি নিজে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আগ্রহ প্রকাশ করেন। এছাড়া আমাদের নিয়মিত অনুসন্ধানের মাধ্যমে উঠে আসা। এই দুটি প্রক্রিয়া নিচে বর্ণনা করা হলো:
ক. তালিকাভুক্তির ইচ্ছে প্রকাশ :
আপনি যদি মনে করেন, শিল্পী বা Performer হিসেবে আপনি প্রস্তত এবং আপনার গান/বাজনা দর্শক/শ্রেতাদের বিনোদন দিতে সক্ষম, তবে আপনি আমাদের কাছে “তালিকাভূক্তি”র ইচ্ছে প্রকাশ করতে পারেন। এভাবেই আমাদের অধিকাংশ শিল্পী বা Performer কে আমরা খুঁজে পেয়েছি। আমরা তালিকাভূক্তির ইচ্ছে বা আবেদন সামাজিক গণমাধ্যম ও ইমেইলের মাধ্যমে গ্রহন করি।
আপনি আগ্রহি হলে নিন্মোক্ত প্রক্রিয়ায় ইচ্ছে প্রকাশ বা আবেদন করতে পারেন:
- যেকোনো একটি সুর বাদ্য [হারমোনিয়াম বা তানপুরা] এর সাথে, তালবাদ্য সংযোগে [ তবলা, কাহন, ঢোল ইত্যাদি ] একটি গান বা আপনার বাজনাটি ভিডিও রেকর্ড করুন। আপনি ইলেক্ট্রিক তানপুরা বা তবলা ব্যবহার করতে পারেন।
- ভিডিওটি এমন ভাবে রেকর্ডে করুন যেন আপনাকে স্পষ্ট দেখা যায়। ভিডিওতে আপনাকে স্পষ্ট দেখার মতো আলোর ব্যবস্থা থাকা জরুরী।
- উক্ত ভিডিওটি আমাদের “সঙ্গীত গুরুকুল” এর ফেসবুক এর ইন-বক্সে আপলোড করুন। অথবা আমাদের গ্রুপে ” Music Gurukul [ মিউজিক গুরুকুল ], GOLN ” আপলোড করুন।
- ভিডিওটি আপলোড করার কিছু তথ্য দিতে হবে, তা হলো – ১. আপনার সাথে সার্বক্ষণিক সরাসরি যোগাযোগের ফোন নম্বর, ২. আপনার ২ জন নিকট জনের নাম ও ফোন নম্বর, ৩. আপনার ইমেইল ঠিকানা [ যদি থাকে ], ৫. আপনার জন্মতারিখ : [ দিন / মাস /বছর ], আপনার পূর্ণ ঠিকানা : [ পূর্ণ ডাক ঠিকানার সাথে গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলা উল্লেখ করুন], ৬. প্রাতিষ্ঠানিক ভাবে বা কারো কাছে নিয়মিত গান শিখেছেন কি : হা / না, ৭. আপনি ভালো গাইতে পারেন এরকম ১০ টি গানের তালিকা ৮. আপনার ১ টি পূর্ণ ছবি এবং ১ টি মুখের ছবি।
উপরোক্ত কাজগুলো ধাপে ধাপে সঠিক ভাবে সম্পন্ন করে ধৈর্য ধরে অপেক্ষা করুন।
এরপর আপনার আবেদনটি আমাদের নির্বাচক (Selectors) দের মূল্যায়ন (Assessment) এর জন্য পাঠানো হবে। তাদের মূল্যায়ন শেষে আপনার শ্রেণী [Grade]” অনুমোদন হবে। অনুমোদনের মাধ্যমে আপনার তালিকভূক্তি সম্পন্ন হবে। এরপর সঙ্গীত গুরুকুলের পক্ষ থেকে, আপনার আবেদন করার মাধ্যমটিতে, লিখিত যোগাযোগ করে জানিয়ে দেয়া হবে।অর্থাৎ আপনি যদি ফেসবুক পাতার মাধ্যমে আবেদন করেন,আপনাকে সেখানেই জানানো হবে।
![সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ] এ তালিকাভুক্ত শিল্পী বা Performer হবার নিয়ম [ FAQ ] ! 1 YaifwwriN4BzRFCyqbslL4 সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ] এ তালিকাভুক্ত শিল্পী বা Performer হবার নিয়ম [ FAQ ] !](https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
খ. আমাদের অনুসন্ধান :
আমাদের নির্বাচক ও কলাকুশলিবৃন্দ বিভিন্ন মাধ্যমে নুতন শিল্পী বা Performer দের খুঁজতে থাকেন। তারা আপনার কোন অনুষ্টান বা কোথাও প্রকাশিত কোন ভিডিও দেখে-শুনে অনেকসময় সুপারিশ সহ মূল্যায়ন পাঠান। এভাবেও তালিকাভূক্তি হয়।
তবে একটি বিষয় জেনে রাখুন যে- আমাদের নির্বাচক ও কলাকুশলিবৃন্দ কখনোই শিল্পির সাথে অনুমোদন প্রক্রিয়ায় যোগাযোগ করেন না, এই প্রসঙ্গে সবকিছু গোপনীয় থাকে।
![সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ] এ তালিকাভুক্ত শিল্পী বা Performer হবার নিয়ম [ FAQ ] ! 2 Music Gurukul Logo 512x512](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/08/cropped-cropped-512x512-84.png)
আমাদের নির্বাচক(Selectors)কি দেখে মূল্যায়ন করেন?
আমাদের নির্বাচকরা মূলত মূল্যায়ন করেন একজন শিল্পীর সুর ও তাল ঠিক রেখে গেয়ে যাবার দক্ষতা। তাই আপনাকে সুর-যন্ত্র ও তাল-যন্ত্র সংযোগে গেয়ে রেকর্ড করে পাঠাতে বলা হয়।
সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ] এ তালিকাভুক্ত হবার জন্য কি কোন এজেন্ট আছে?
সঙ্গীত গুরুকুলে তালিকাভুক্ত হবার জন্য কোন শিল্পী নির্বাচনের এজেন্সি বা এজেন্ট নেই। সঙ্গীত গুরুকুলের নামে এরকম কেউ ফোন করলে এড়িয়ে যাবেন। এধরণের প্রতারনার হাত থেকে বাঁচতে সাবধান থাকুন। আমাদের অফিস থেকে যোগাযোগ করার আগে পাতা থেকে জানানো হবে। তাই কোন নম্বর থেকে ফোন গেলে পাতার মাধ্যমে সেটি যাচাই করুন।
যেকোনো রকম অনিয়ম দেখলে গুরুকুল প্রমুখ কে লিখিত ভাবে জানান : pramukh@gurukul.edu.bd
সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ] এ তালিকাভুক্ত হবার খরচ কত?
সঙ্গীত গুরুকুলে তালিকাভুক্ত হবার জন্য বা গান করার জন্য কোন রেজিস্ট্রেশন ফিস বা অন্য কোন ফিস নেই। কেউ যদি এরকম কোন দাবী করে তবে তা তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করুন। তার নাম এবং ফোন নম্বরটি সরfসারি গুরুকুল প্রমুখ কে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিন। ইমেইল করার ঠিকানা pramukh@gurukul.edu.bd.
তালিকাভুক্ত হবার কতদিনের মধ্যে গান/বাজনার জন্য আমন্ত্রণ জানানো হয়?
তালিকাভুক্ত হবার পরে গান/বাজনার জন্য আমন্ত্রণ জানানোর নিদিষ্ট কোন সময় নেই। তালিকাভুক্ত হবার সাথে সাথেই আমন্ত্রণ জানানো হতে পারে আবার প্রথমবার আমন্ত্রণ পাবার সময় ৯০ দিন পর্যন্ত হতে পরে। আসলে বিভিন্ন ধরণের সঙ্গীতের অনুষ্ঠানের প্রয়োজনে আপনাকে আমন্ত্রণ জানানো হবে।
এছাড়া আপনার আরও কোন বিষয়ে জানার থাকলে আমাদের যোগাযোগ পাতার নির্দেশনা অনুযায়ী যোগাযোগ করতে পারেন। আপনার সার্বিক সাফল্য এবং সর্বাত্মক মঙ্গল কামনা।
সম্পাদক,