বিজয়ের মাসে বেঙ্গল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন ‘প্রাণে আনো গান’

বিজয়ের মাসের আবহে সংগীত, শিল্প ও সৃজনশীলতার মিলনমেলায় মুখর হতে যাচ্ছে রাজধানী। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে বেঙ্গল ফাউন্ডেশন আগামীকাল থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত আয়োজন করছে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘প্রাণে আনো গান’। ঢাকা ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ উৎসবের মধ্য দিয়ে সংগীত, কারুশিল্প ও চিত্রকলার সমন্বয়ে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস এবং সমকালীন জীবনধারার বহুমাত্রিক রূপ তুলে ধরা হবে।

আয়োজকদের মতে, দেশের সংস্কৃতিচর্চাকে আরও গভীর, প্রাণবন্ত ও বহুমুখী করে তোলার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবেই এই আয়োজন। বিজয়ের মাসে এমন একটি উৎসব কেবল বিনোদনের ক্ষেত্রেই নয়, বরং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক শেকড়ের সঙ্গে যুক্ত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উৎসবের প্রধান সংগীতানুষ্ঠান প্রতিদিন বিকেল ৫টা ৪৫ মিনিটে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের লেভেল–৪–এ অনুষ্ঠিত হবে। আগামীকাল সন্ধ্যা ৬টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। চার দিনের আয়োজনজুড়ে থাকছে শাস্ত্রীয় সংগীত, লোকগান, নজরুল ও রবীন্দ্রসংগীত, জীবনমুখী গান, কবিতা পাঠ এবং আবৃত্তিসহ বৈচিত্র্যময় পরিবেশনা।

প্রথম দিন বুধবার দেশের গান ও কবিতা আবৃত্তি করবেন মোস্তাফিজুর রহমান, মানসী সাধু, মাইনুর রহমান খান ও মহিউদ্দিন শামীম। নজরুলের ভক্তিগীতি পরিবেশন করবেন বিটু কুমার শীল, আর লোকগানে কণ্ঠ দেবেন কিরণ চন্দ্র রায়।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাংলা ঠুমরি পরিবেশন করবেন সুপ্রিয়া দাস। জসীম উদ্দীনের কালজয়ী কাব্য ‘নক্সী কাঁথার মাঠ’ পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলাদেশের চলচ্চিত্রের গান গাইবেন চম্পা বণিক এবং লোকগান শোনাবেন লাবিক কামাল।
তৃতীয় দিন শুক্রবার আজিজুর রহমান পরিবেশন করবেন তিন কবির গান, নজরুলের আধুনিক গান শোনাবেন সুস্মিতা দেবনাথ। পাঠে থাকবেন রায়হানুল আমিন কল্লোল এবং রবীন্দ্রসংগীতে কণ্ঠ দেবেন অদিতি মহসিন।
চতুর্থ ও শেষ দিন শনিবার রবীন্দ্রনাথের ভাঙা গান পরিবেশন করবেন মহুয়া মঞ্জরী সুনন্দা। জীবনমুখী গান শোনাবেন ফারজানা ওয়াহিদ সায়ান এবং লোকগানে থাকবেন টুনটুন বাউল।

উৎসব উপলক্ষে থাকছে গ্রামীণ হস্তশিল্প ও কারুপণ্যের মেলা ‘কারুকথা’। এটি প্রতিদিন দুপুর ১২টা থেকে বেঙ্গল শিল্পালয়ের নিচতলায় সুবীর চৌধুরী চত্বরে চলবে। পাশাপাশি ‘অন্যস্বর’ শীর্ষক দলীয় শিল্পকর্ম প্রদর্শনীতে ৩৫ জন শিল্পীর কাজে নারীর জীবন, ইতিহাস ও শিল্পচর্চার বিবর্তন তুলে ধরা হবে। এই প্রদর্শনী কামরুল হাসান প্রদর্শনশালায় ২৪ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। শিশু-কিশোরদের জন্য থাকছে ‘আকাশ-কুসুম’ শীর্ষক কারুকর্ম কর্মশালাও।

উৎসবের সংক্ষিপ্ত সময়সূচি

দিনপ্রধান পরিবেশনাউল্লেখযোগ্য শিল্পী
প্রথম দিনদেশের গান, নজরুল ভক্তিগীতি, লোকগানবিটু কুমার শীল, কিরণ চন্দ্র রায়
দ্বিতীয় দিনবাংলা ঠুমরি, কবিতা পাঠ, চলচ্চিত্রের গানসুপ্রিয়া দাস, চম্পা বণিক
তৃতীয় দিনতিন কবির গান, রবীন্দ্রসংগীতআজিজুর রহমান, অদিতি মহসিন
চতুর্থ দিনভাঙা গান, জীবনমুখী গান, লোকগানফারজানা ওয়াহিদ সায়ান, টুনটুন বাউল

সব আয়োজন সবার জন্য উন্মুক্ত। বিজয়ের মাসে ‘প্রাণে আনো গান’ তাই শুধু একটি উৎসব নয়, বরং বাঙালির সংস্কৃতি ও সৃজনশীলতার এক প্রাণবন্ত উদ্‌যাপন।