কেউ কথা রাখেনি ভালোবাসেনি লিরিক্স | Keu Kotha Rakheni | মিনার রাহমান

কেউ কথা রাখেনি” — এই গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক মিনার রাহমান। মিনার রহমান (জন্ম: ২৬ ডিসেম্বর, ১৯৯২) যিনি মিনার নামেই অধিক পরিচিত, একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার ও কার্টুনিস্ট। এটি একধরনের হৃদয়ছোঁয়া আধুনিক বাংলা গান, যেখানে একাকীত্ব, প্রতারণা ও ভাঙা মন নিয়ে গভীর আবেগে বলা হয়— “কেউ কথা রাখেনি, ভালোবাসেনি…”

 

কেউ কথা রাখেনি লিরিক্স

কেউ কথা রাখেনি, ভালোবাসেনি,
কেউ চুপি চুপি পায় কাছে আসেনি।
কেউ গোধূলি বেলায় দু’হাত বাড়িয়ে,
খুব আদর মেখে আর ডাকেনি—
আর ডাকেনি…

[কোরাস]
ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই,
পালতোলা নৌকায় আবার হারাবো।
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই,
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।

কেউ দূর আকাশে জোছনা মাখে,
কেউ জোনাকির আলোয় গল্প লেখে।
কেউ ধূসর রঙে রঙিন ছবি আঁকে,
ভুল পংক্তিমালা আবারও হাসে—
আবারও হাসে…

[কোরাস পুনরাবৃত্তি]
ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই,
পালতোলা নৌকায় আবার হারাবো।
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই,
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।

চেনা পথগুলো আজ দূরে দূরে,
ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারায়।
সেই পুরোনো ঘর, পুরোনো চাদর,
সব স্মৃতি হয়ে দক্ষিণা হাওয়ায় ভাসে—
দক্ষিণা হাওয়ায় ভাসে…

[শেষ স্তবক]
কেউ কথা রাখেনি, ভালোবাসেনি,
কেউ চুপি চুপি পায় কাছে আসেনি।
কেউ গোধূলি বেলায় দু’হাত বাড়িয়ে,
খুব আদর মেখে আর ডাকেনি—
আর ডাকেনি…

[শেষ কোরাস]
ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই,
পালতোলা নৌকায় আবার হারাবো।
ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই,
চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো…

 

Keu Kotha Rakheni Bhalobasheni in English /Roman Lyrics

Keu kotha rakheni, bhalobaseni,
Keu chupi chupi paaye kachhe asheni.
Keu godhuli belay du’hat barie,
Khub ador mekhe aar dakeni—
Aar dakeni…

[Chorus]
Ghor chhara batas hoye tomay bhasate chai,
Paltola noukay abar harabo.
Ghum bhanga shokal hoye tomay hasate chai,
Chokh jure shopne ure berabo.

Keu dur akashe jochhona makhe,
Keu jonakir aloy golpo lekhe.
Keu dhushor ronge rongin chhobi aake,
Bhul pangtimala abar-o hase—
Abar-o hase…

[Chorus]
Ghor chhara batas hoye tomay bhasate chai,
Paltola noukay abar harabo.
Ghum bhanga shokal hoye tomay hasate chai,
Chokh jure shopne ure berabo.

Chena poth gulo aaj dure dure,
Dhulo dhulo hoye tomake ghire haray.
Shei purono ghor, purono chador,
Shob smriti hoye dokkhina hawaye bhase—
Dokkhina hawaye bhase…

[Ses Stobok]
Keu kotha rakheni, bhalobaseni,
Keu chupi chupi paaye kachhe asheni.
Keu godhuli belay du’hat barie,
Khub ador mekhe aar dakeni—
Aar dakeni…

[Ses Chorus]
Ghor chhara batas hoye tomay bhasate chai,
Paltola noukay abar harabo.
Ghum bhanga shokal hoye tomay hasate chai,
Chokh jure shopne ure berabo…

Leave a Comment