Table of Contents
ও আমার বন্ধুগো লিরিক্স-O Amar Bondhu Go Lyrics শিল্পী: আগুন, রুনা লায়লা
শিল্পী: আগুন, রুনা লায়লা
চলচিত্র: কেয়ামত থেকে কেয়ামত
Singer : Agun And Runa Laila
Movie : Keyamat Theke Keyamat
খান আসিফুর রহমান আগুন যিনি আগুন হিসেবে পরিচিত, তিনি একজন বাংলাদেশী কণ্ঠশিল্পী ও অভিনেতা। তিনি প্রখ্যাত বাংলাদেশী সঙ্গীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমান ও সঙ্গীতশিল্পী নীলুফার ইয়াসমীন দম্পতির একমাত্র ছেলে। কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তার সঙ্গীতজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেন।এখনো অনেক রাত চলচ্চিত্রে গানে কণ্ঠ দেওয়ার জন্য তিনি বাচসাস পুরস্কার লাভ করেন।এ চলচ্চিত্রে তিনি অভিনয়ও করেন।
রুনা লায়লা (জন্ম: ১৭ নভেম্বর ১৯৫২) একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা ছিলটি, বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন।] পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়।
কেয়ামত থেকে কেয়ামত ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। এটি ভারতীয় চলচ্চিত্র “কেয়ামত সে কেয়ামত তক” (১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত)-এর পুনঃনির্মাণ। হিন্দি চলচ্চিত্রের কাহিনী লিখেছেন নাসির হোসেন খান, যার বাংলা চিত্রনাট্য লিখেছেন সোহানুর রহমান সোহান ও সংলাপ লিখেছেন আশীষ কুমার লোহ। চলচ্চিত্রটির প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ এবং প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা সিনেমা লিমিটেড। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন মৌসুমী, সালমান শাহ, রাজিব, আহমেদ শরীফ, আবুল হায়াত প্রমুখ। এটি মৌসুমী ও সালমান শাহ অভিনীত প্রথম চলচ্চিত্র। এই ছবিতে আরও অভিষেক হয় কণ্ঠশিল্পী আগুনের।
ও আমার বন্ধুগো লিরিক্স
চির সাথী পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান
তুমি আমারই বলবো শতবার
হাত দু’টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ
তুমি আমারই, হায়, বলবো শতবার
ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার
O Amar Bondhu Go Lyrics
Chiroshathi poth cholar
Tomar jonno gorechi ami
Manjeel valobasharAk shathe royechi dujon
Ak dore badha duti praan
Chirbena kovu e badhon
Ashle ashuk tufaanTumi amari… bolbo shotobar
Haat duti dhorechi tomar
Manbona kono badha r
Shunbona karo kotha je r
Bolle boluk shomaj
Tumi amari Hay… bolbo shotobar
O amar bondhu go
Chiroshathi poth cholar…
Tomar jonno gorechi ami
Manjeel valobashar
আরও দেখুনঃ
- তোমার খোলা হাওয়া লিরিক্স | tomar khola haoya | রবীন্দ্রনাথ ঠাকুর
- তোমায় আমি চিনি না লিরিক্স (কনফিউশন) [ Tomay Ami Chinina Lyrics (Confusion) ] – Bangla Five Band [ বাংলা ফাইভ ব্যান্ড ]
- এই অবেলায় লিরিক্স | ei obelay lyrics | শিরোনামহীন
- তুমি রবে নীরবে লিরিক্স | রবীন্দ্রনাথ ঠাকুর
- সর্বত মঙ্গল রাধে | সরলপুর | যুবতী রাধে
- আমারো পরানো যাহা চায় | ইন্দ্রানী সেন