অনেক সাধনার পরে আমি লিরিক্স | onek-shadhonar pore ami | খালিদ হাসান মিলু
অনেক সাধনার পরে আমি গানটি গেয়েছেন খালিদ হাছান মিলু । খালিদ হাসান মিলুছিলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। ১৯৮০ সালের প্রথমার্ধে তার সঙ্গীত জীবন শুরু হয়।তিনি প্রায় ২৫০ টি চলচ্চিত্রে কণ্ঠে দিয়েছেন। তিনি সর্বমোট প্রায় ১৫০০ এর মতো গানে কণ্ঠ দিয়েছেন।
অনেক সাধনার পরে আমি লিরিক্স
গায়কঃ খালিদ হাসান মিলু

অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।
তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে
আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে।
অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।
বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে
জীবনে মরনে, আধারে – আলোতে থাকবো তোমার সাথে।
তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে
আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে।
অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।
জীবনে কখনো ফুরিয়ে যাবে না – আমার ভালবাসা
তোমাকে পেয়েছি – পেয়েছি আবারও বাচার নতুন আশা।
তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে
আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে।
অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন
পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।

Onek Sadhonar Pore Ami lyrics in English

I found your mind,
I found him in my hurricane.
Do not drag you chewing dear I love,
I love you. After many dimensions,
I found your mind,
I found him in my hurricane.
The widow has made
me for you in my hands,
in the light of the light –
I will be with you.
Do not drag you chewing dear I love,
I love you. After many dimensions,
I found your mind,
I found him in my hurricane.
Never pass into life
– my love has received you –
got new hope to repeat again.
Do not drag you chewing dear
I love, I love you. After many dimensions,
I found your mind, I found him in my hurricane.

খালিদ হাসান মিলুঃ খালিদ হাসান মিলু ছিলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। ১৯৮০ সালের প্রথমার্ধে তার সঙ্গীত জীবন শুরু হয়। মিলুর প্রকাশিত একক এ্যালবাম সংখ্যা ১২ টি এবং মিক্সড ও ডুয়েট
এ্যালবাম সংখ্যা প্রায় ১২০ টি। তিনি প্রায় ২৫০ টি চলচ্চিত্রে কণ্ঠে দিয়েছেন। তিনি সর্বমোট প্রায় ১৫০০ এর মতো গানে কণ্ঠ দিয়েছেন।মিলুর সঙ্গীত জীবন শুরু হয় ১৯৮০ সালের প্রথমার্ধে।১৯৮০ সালে তার প্রথম এ্যালবাম ‘ওগো প্রিয় বান্ধবী’ প্রকাশিত হয়।১৯৮২ সাল থেকে তিনি চলচ্চিত্রের গানে নেপথ্যে কণ্ঠ দেওয়া শুরু করেন এবং প্রায় ২৫০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।
মিলু ২০০৫ সালের ২৯ মার্চ মৃত্যুবরণ করেন।