ওরে নীল দরিয়া লিরিক্স। “ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া” বাংলা ভাষায় রচিত চলচ্চিত্রের একটি সঙ্গীত। এই সঙ্গীত বা গানটি ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র সারেং বৌ-এর অন্তর্গত। এই গানের গীতিকার ছিলেন মুকুল চৌধুরী। আলম খানের সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানে কন্ঠ দেন প্রখ্যাত সংগীত শিল্পী আব্দুল জব্বার। ঢাকার ইপসা রেকর্ডিং স্টুডিও-তে ধারণকৃত গানটির সঙ্গীতায়জনে নিরীক্ষামূলক রাগ সঙ্গীতের সাথে গ্রামীণ সুরের মিশ্রণ আছে।

চলচ্চিত্রে ‘সারেং বউয়ের স্বামী বাড়ি ফিরে আসছেন’ এমন একটি স্বপ্নে এই গানের ব্যবহার করা হয়েছে। ফারুক এই গানের দৃশ্যায়নে ঠোঁট মিলান, যিনি এই ছবিতে সারেং-এর ভূমিকায় অভিনয় করেছিলেন। জনপ্রিয়তার নিরিখে গানটির কয়েকবার পুনরুৎপাদন হয়েছে। গানটি আরটিভি কর্তৃক স্বর্ণযুগের সেরা বাংলা নাগরিক গান হিসেবে স্বীকৃত।

Table of Contents
ওরে নীল দরিয়া লিরিক্স । Ore Nil Doriya Lyrics । আলম খান । মুকুল চৌধুরী । আব্দুল জব্বার
ওরে নীল দরিয়া লিরিক্স
ও রে নীল দরিয়া…
আমায় দে রে, দে ছাড়িয়া
ও রে নীল দরিয়া…
আমায় দে রে, দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
কাছের মানুষ দূরে থুইয়া…
মরি আমি ধড়পড়াইয়া, রে
কাছের মানুষ দূরে থুইয়া…
মরি আমি ধড়পড়াইয়া, রে
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে-অন্তরে
আমার এত সাধের মন বঁধুয়া, হায় রে
কি জানি! কি করে
আমার এত সাধের মন বঁধুয়া, হায় রে
কি জানি! কি করে
ও রে সাম্পানের নাইয়া
আমায় দে রে, দে ভিড়াইয়া
ও রে সাম্পানের নাইয়া
আমায় দে রে, দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
হইয়া আমি দেশান্তরী…
দেশ বিদেশে ভিড়াই তরী, রে
হইয়া আমি দেশান্তরী…
দেশ বিদেশে ভিড়াই তরী, রে
নোঙর ফেলি হাটে ঘাটে
নোঙর ফেলি হাটে ঘাটে
বন্দরে-বন্দরে
আমার মনের নোঙর পইড়া রইছে, হায় রে
সারেং বাড়ির ঘরে
আমার মনের নোঙর পইড়া রইছে, হায়রে
সারেং বাড়ির ঘরে
এই না পথ ধরিয়া…
আমি কত যে গেছি চলিয়া
এই না পথ ধরিয়া…
আমি কত যে গেছি চলিয়া
একলা ঘরে মন বঁধুয়া আমার
রইছে পথ চাইয়া
একলা ঘরে মন বঁধুয়া আমার
রইছে পথ চাইয়া
ওরে নীল দরিয়া…
আমায় দে রে, দে ছাড়িয়া
ওরে নীল দরিয়া…
আমায় দে রে, দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া

Ore Nil Doriya Lyrics
Ore neel doriya
amay de re de chariya
bondi hoiya monoa pakhi hayre
kande roiya roiya
ore neel doriyaaa…
Kacher manush dure thuiya
mori ami dhor poraiya re
darun jala diba nishi
darun jala diba nishi
ontore ontore
amar ato shadher monua pakhi hayre
ki jani ki kore
Ore shampaner naiya
amay de re de bhiraiya
bondi hoiya monoa pakhi hayre
kande roiya roiya
Ore neel doriya
Hoiya ami deshantori
dash bidashe bhirai tori
nongor pheli ghate ghate
bondore bondore
Amar moner nongor poira roise hayre
shareng barir ghore
Ei na potho dhoira
ami koto je gasi choila
akla ghore mon bodhua amar
roise potho chaiya
আব্দুল জব্বার:
এই গানটি গিয়েছে জনাব আব্দুল জব্বার ( ১০ ফেব্রুয়ারি, ১৯৩৮ – ৩০ আগস্ট, ২০১৭) একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয় সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।
তার গাওয়া তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয় গান তিনটি ২০০৬ সালে মার্চ মাস জুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নেয়।এছাড়া তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কারে (১৯৯৬) ভূষিত হন।