আমার দেহ খান লিরিক্স [ Amar Dehokhan Song Lyrics ] । আহসান তানভির পিয়াল । Ahasan Tanvir Pial

আমার দেহ খান লিরিক্স

আহসান তানভির পিয়াল

আমার দেহ খান লিরিক্স [ Amar Dehokhan Song Lyrics ] । আহসান তানভির পিয়াল । Ahasan Tanvir Pial

আমার দেহ খান লিরিক্স [ Amar Dehokhan Song Lyrics ] । আহসান তানভির পিয়াল । Ahasan Tanvir Pial

আমার দেহখান লিরিক্স 
একা বসে তুমি,
দেখছো কি একই আকাশ?
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।
মেঘে ঢাকা তারার আলো,
দেখে থাকো তুমি, দেখো ভালো
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়।
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবেনা সে গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
আমার দেহখান,
নিওনা শ্মশান, এমনিতেও পুড়ে গেছি।
আমার, সব স্মৃতি,
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।
আমার দেহ খান লিরিক্স [ Amar Dehokhan Song Lyrics ] । আহসান তানভির পিয়াল । Ahasan Tanvir Pial
দেহ পাশে কেহ কেঁদো না,
গল্পগুলো রেখো অজানা,
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প।
যাতে লিখা হাজার কষ্ট,
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ,
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবেনা সে গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
আমার দেহখান,
নিওনা শ্মশান, এমনিতেও পুড়ে গেছি।
আমার, সব স্মৃতি,
ভুলোনা তোমরা, যা ফেলে গেছি।
আমার দেহ খান লিরিক্স [ Amar Dehokhan Song Lyrics ] । আহসান তানভির পিয়াল । Ahasan Tanvir Pial
Amar Dehokhan Song Lyrics
Eka bose tumi
Dekhcho ki eki akash
Din seshe taar taragulo dibe dekha
Meghe dhaka tarar aalo
Dekhe thako tumi dekho bhalo
Hoyto taar majhe khuje pabe amay
Sei dine
Ek gaane ek golpokarer golpo khuje pabe
Khuje pabena se golpokar
Dingulo khuje pabe gaaner protita chonde
Shunte pabe mrito manusher chitkar
Amar dehokhan
Niona shoshan emniteo pure gechi
আমার দেহ খান লিরিক্স [ Amar Dehokhan Song Lyrics ] । আহসান তানভির পিয়াল । Ahasan Tanvir Pial
Amar sob smriti
Bhulona tomra ja fele gechi

আরও পড়ুনঃ

সম্পর্ক বদলে গেল একটি পলকে লিরিক্স [ Shomporko Bodle Gelo Ekti Poloke Lyrics ] – মমতাজ ও রথীন্দ্রনাথ রায় [ Momtaz and Rathindranath Roy ]

 

Leave a Comment