বড় সাধ জাগে লিরিক্স
প্রতিমা বন্দ্যোপাধ্যায়
প্রতিমা বন্দ্যোপাধ্যায় (২১ ডিসেম্বর, ১৯৩৪ – ২৯ জুলাই, ২০০৪) ছিলেন এক প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী। বাংলা গানের কণ্ঠশিল্পী জগতে এক উজ্জ্বল নক্ষত্র তথা বাংলা গানের স্বর্ণযুগের মধুকণ্ঠী ছিলেন তিনি।
প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের জন্ম বৃটিশ ভারতের কলকাতার টালিগঞ্জে তার মাতুলালয়ে ১৯৩৪ খ্রিস্টাব্দের ২১ শে ডিসেম্বর। আদি নিবাস ছিল অধুনা বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের বাহেরক গ্রামে।
সেখানকার চট্টোপাধ্যায় পরিবার বরাবরই সঙ্গীতে অনুরক্ত ছিল। পিতা মণিভূষণ চট্টোপাধ্যায় চাকুরিসূত্রে সপরিবারে কলকাতার ভবানীপুরে থাকতেন।
তিনি গজল,ঠুমরি দাদরায় ছিলেন দক্ষ। প্রতিমা এক বৎসর বয়সেই পিতৃহারা হলে মাতা কমলাদেবীর প্রবল ইচ্ছায় সঙ্গীত জগতে প্রবেশ করেন।
আর্থিক অভাবের মধ্যেও পয়সা জমিয়ে হারমোনিয়াম কিনে ছিলেন এবং প্রথম প্রথম গান শিখতে লাগলেন মায়ের কাছেই। পরে ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের শিষ্য বিশিষ্ট সংগীত শিক্ষক প্রকাশকালী ঘোষালের কাছে।
বড় সাধ জাগে লিরিক্স [ Boro sadh jage lyrics ] । প্রতিমা বন্দ্যোপাধ্যায়
বড় সাধ জাগে লিরিক্স
বড় সাধ জাগে
একবার তোমায় দেখি
কতকাল দেখিনি তোমায়
একবার তোমায় দেখি
একবার তোমায় দেখি
কতকাল দেখিনি তোমায়
একবার তোমায় দেখি
স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি
স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি
চোখ তুলে যতটুকু আলো আসে
সে আলোয় মন ভরে যায়
স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি
চোখ তুলে যতটুকু আলো আসে
সে আলোয় মন ভরে যায়
![বড় সাধ জাগে লিরিক্স [ Boro sadh jage lyrics ] । প্রতিমা বন্দ্যোপাধ্যায় 3 বড় সাধ জাগে লিরিক্স [ Boro sadh jage lyrics ] । প্রতিমা বন্দ্যোপাধ্যায়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-84-5-300x157.jpg)
কতকাল দেখিনি তোমায়
একবার তোমায় দেখি
আমার এই অন্ধকারে
কত রাত কেটে গেলো
আমি আঁধারেই রয়ে গেলাম
আমার এই অন্ধকারে
কত রাত কেটে গেলো
আমি আঁধারেই রয়ে গেলাম
কত রাত কেটে গেলো
আমি আঁধারেই রয়ে গেলাম
আমার এই অন্ধকারে
কত রাত কেটে গেলো
আমি আঁধারেই রয়ে গেলাম
তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
যাই এঁকে রঙে রঙে, সুরে সুরে
ওরা যদি গান হয়ে যায়
কতকাল দেখিনি তোমায়
তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
যাই এঁকে রঙে রঙে, সুরে সুরে
ওরা যদি গান হয়ে যায়
কতকাল দেখিনি তোমায়
![বড় সাধ জাগে লিরিক্স [ Boro sadh jage lyrics ] । প্রতিমা বন্দ্যোপাধ্যায় 4 বড় সাধ জাগে লিরিক্স [ Boro sadh jage lyrics ] । প্রতিমা বন্দ্যোপাধ্যায়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-80-converted-converted-11-300x157.jpg)
একবার তোমায় দেখি
বড় সাধ জাগে
একবার তোমায় দেখি
একবার তোমায় দেখি
আরও দেখুনঃ