নিজের জন্য লিরিক্স | nijer jonno lyrics | ashes | antosharshunno

নিজের জন্য লিরিক্স | nijer jonno lyrics | ashes | antosharshunno

অ্যাশেস তরুন প্রজন্মের জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম। তাদের উল্লেখযোগ্য গান গুলো হল- ছারপোকা, কেমন আছো, সতেরো পৃষ্ঠা, কী আর হবে, ধুলাবালি, তামাক পাতা। অ্যাশেস ব্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য জুনায়েদ ইভানের বিখ্যাত উক্তি বর্তমান সময়ের তরুন প্রজন্মের নিকট বেশ জনপ্রিয়।

নিজের জন্য লিরিক্স

ব্যান্ডঃ অ্যাশেস

 

নিজের জন্য লিরিক্স | nijer jonno lyrics | ashes | antosharshunno

 

 

আমি তো অনেকদিন আকাশের তারা গুনিনা
আমি তো এখন আর আমাকে খুঁজে পাইনা,
আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে
আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়।
এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক’টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না,
এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা,
এই ক’টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না।
কী যে মায়া লাগে আমার নিজের-জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার নিজের-জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার নিজের-জন্য আহারে।
আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে
পাপের বন্ধনে থাকা সরল মানুষ,
টগবগে রক্ত বিপ্লবী নকশার মন
দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে।
এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক’টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না,
এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক’টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না।
কী যে মায়া লাগে আমার নিজের-জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার নিজের-জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার নিজের-জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার নিজের-জন্য আহারে।
নিজের জন্য লিরিক্স | nijer jonno lyrics | ashes | antosharshunno

nijer jonno english lyrics

 

 

নিজের জন্য লিরিক্স | nijer jonno lyrics | ashes | antosharshunno

 

 

Ami toh onekdin akasher tara gunina
Ami toh ekhon aar amake khuje paina
Ami toh tomader pother kata hoye
Achomka ghrinar majhe beche thaka daay
Ei kota din ami bachar jonno bachte chaina
Ei kota nishwash furale jabo bishwash hoyna
Ki je maya laage amar nijer jonno ahare
Ami toh vetore supto protibha niye
Paper bondhone thaka sorol manush
Togboge rokto biplobi nokshar mon
Duyor bondho ghore furiye geche

 

 

নিজের জন্য লিরিক্স | nijer jonno lyrics | ashes | antosharshunno

 

জুনায়েদ ইভানের উক্তি’ বিষয়ক অব্যয় মিডিয়ার আজকের লিখায়, মূলত এবিষয়ে জগৎ বিখ্যাত মহান মনীষী জুনায়েদ ইভানের বাণী তুলে ধরা হয়েছে। ব্যক্তিজীবনের উত্থান পতনে অভিজ্ঞতা থেকে ‘জুনায়েদ ইভানের উক্তি’ গুলো আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে ও দিক নির্দেশনা দিবে, যা আমাদের জীবনে সফলতার দাঁড় গোড়ায় নিয়ে যায়।

  1. কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো-না। তাহলে একদিন দেখবে, নিজেকে-বিশ্বাস করানোর মত এই পৃথিবীতে কাউকে পাশে খুঁজে পাবে না!
  2.  ভালোবাসার কোনো চুয়ান্ন একান্ন ধারা নেই, ভালোবাসা মুক্ত,ভালোবাসা থেকে যায়। আকাশ বদলায় না,বদলায় তো বিমান আর বিমানের যাত্রী।

Leave a Comment