আহা আজি এ বসন্তে গানের লিরিক্স | aha aji e bosonte lyrics | রেজওয়ানা চৌধুরী বন্যা | রবীন্দ্রনাথ ঠাকুর
রেজওয়ানা চৌধুরী বন্যা বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত একজন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী । তিনি তার ঘরানার সংগীতের একজন বহুমুখী প্রতিভা হিসাবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে সমাদৃত । তিনি তার গুনানুরাগীদের কাছে শুধু মাত্র ‘বন্যা’ নামেও পরিচিত।
রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
Table of Contents
আহা আজি এ বসন্তে গানের লিরিক্স
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
কন্ঠশিল্পীঃ রেজওয়ানা চৌধুরী বন্যা

আহা, আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা, আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়
সখীর হৃদয় কুসুম-কোমল
কার অনাদরে আজি ঝরে যায়
সখীর হৃদয় কুসুম-কোমল
কার অনাদরে আজি ঝরে যায়
সখীর হৃদয় কুসুম-কোমল
কার অনাদরে আজি ঝরে যায়
সখীর হৃদয় কুসুম-কোমল
কার অনাদরে আজি ঝরে যায়
কেন কাছে আস, কেন মিছে হাসো
কাছে যে আসিতো সে তো
আসিতে না চায়
আহা, আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা, আজি এ বসন্তে
সুখে আছে যারা, সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা
সুখে আছে যারা, সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়
তারা দেখেও দেখে না
তারা বুঝেও বোঝে না
তারা দেখেও দেখে না
তারা বুঝেও বোঝে না
তারা ফিরেও না চায়
আহা, আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা, আজি এ বসন্তে

aha aji e bosonte lyrics in english

Aha Aji e basante
Etto ful fute
etto bansi baje
Etto pakhi gay
Aha Aji e basante
Etto ful fute
etto bansi baje
Etto pakhi gay
Sokhir hridoy kusum komol
Kar onadore aji e jhore jay
Sokhir hridoy kusum komol
Kar onadore aji e jhore jay
Keno kache aso
Keno miche haso
Kache je asito se to
Asite na chay
Aha Aji e basante
Etto ful fute
etto bansi baje
Etto pakhi gay
Aha Aji e basante
Sukhe ache jara
Sukhe thak tara
Sukher basanto
Sukhe hok sara
Sukhe ache jara
Sukhe thak tara
Sukher basanto
Sukhe hok sara
Dukhini narir noyoner nir
Sukhi jone jeno dekhite na pay
Tara dekhe o dekhe na
Tara bujhe o bojhe na
Tara dekhe o dekhe na
Tara bujhe o bojhe na
Tara fire o na chay
Aha Aji e basante
Etto ful fute
etto bansi baje
Etto pakhi gay
Aha Aji e basante
