Table of Contents
আইলারে নয়া দামান লিরিক্স-তোশিবা ও মুজা-[Aila re noya daman lyrics-Tosiba & Muza]
সিলেটি তরুণী তোশিবা সদ্য এইচএসসি পাস করেছেন। গান গাইতে ভালো লাগলেও শেখা হয়নি কখনো। তবে দরদ দিয়ে গাওয়ায় গানগুলো হৃদয় কাড়ছে সবার। তার গায়কীতে মুগ্ধ শ্রোতারা।
আইলারে নয়া দামান লিরিক্স
![আইলারে নয়া দামান লিরিক্স-তোশিবাও মুজা-[Aila re noya daman lyrics-Tosiba & Muza] 3 আইলারে নয়া দামান লিরিক্স](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_296,h_197/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-4-9.jpg)
Aila re noya daman lyrics
Aila re noya daman
Aasmaneo tera
Bisana bisaiya dilam
Shail dhaaner nera
Daman bou Daman bou
Bou daman kou reh khotha
Khaw reh batar paan
Zaibar khotha kou jodi
Kaitta rakhmu kaan
Daman bou Daman bou
Aila re Damandor Bhair Bou
Dekhte Botor Ghail
Uthle boite shomoy laage
Koroin aail zaail
Daman bou Daman bou
•গানটির সরল অর্থ:
নতুন জামাই ( সিলেটে বলে দামান বা দামান্দ) শ্বশুরবাড়ি এসেছেন। তার চেহারা ঝলমল করছে, যেন আকাশের উজ্জল তারকা (তেরা/ তারা) । কনের ছোটবোন ও ভাবীরা ঐতিহ্যগত ভাবেই নতুন বরকে নিয়ে কৌতুক করতে অভ্যস্ত। তাই তারা বলছে…. আসমানের তারার মতো উজ্জল চেহারার নতুন জামাই এসেছেন, তাকে বসার জন্য বিছানা বিছিয়ে দিয়েছি । শাইল বা শালি ধানের নাড়া দিয়ে তৈরী এ বিছানা !! অতএব, হে নতুন জামাই বসো। বসো, কথা বলো, গল্প করো। বাটা ভরা পান রয়েছে, খাও,আনন্দ উপভোগ করো। কিন্তু এখনি অর্থাৎ একটু পরেই চলে যাবার কথাটি মূখে আনবেনা। যদি যাবার কথা বলো, তবে তোমার কান দুটি কেটে রেখে দেবো।
ওই দেখো, জামাইয়ের বড়ভাই এসেছেন, হিজল কাঠের গুড়ির মতো মোটা উনি, হাতের আংগুল দিয়ে এক ঠুনকো দিলেই মাটিতে পড়ে যান, মনে হয় যেন একজন ষাট বা সত্তর বছরের বুড়ো তিনি। আরো এসেছেন বরের অর্থাৎ জামাইয়ের বোন যিনি কথা বলতে এগিয়ে আসেন । কিন্তু নববধুর ভাইয়ের চেহারা দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
জামাইয়ের সাথে আরো এসেছেন তার বড়ভাইয়ের বউ অর্থাৎ ভাবী। বটবৃক্ষের সুবিশাল গুঁড়ির মত বিশাল বপু এ মহিলা। উঠতে বসতে অনেক সময় লাগে এই ভাবীর। শুধু কি তাই ? কাজের বেলা ও তিনি এ রকম। এক কাজ করতে গিয়ে অন্য কাজ করে বসেন, এক কথা বলতে অন্য কথা বলে ফেলেন। সে যা ই হোক… তাদেরকে কনের বাড়িতে স্বাগতম। সবাই বসুন-‘বও দামান বও।’
আরও দেখুনঃ
- যদি তাকে চাই লিরিক্স [ Jodi Takey Chai Lyrics ] । তানসেনের তানপুরা ২ । অরুনিতা কাঞ্জিলাল
- খাঁচার ভিতর অচিন পাখি লিরিক্স | khacar bhitor ochin pakhi | লালন শাহ্
- বৃষ্টি ঝরে যায় – তৌসিফ লিরিক্স | Brishti Jhore Jay – Tausif | Lyrics
- জীবন নামের রেল গাড়িটা লিরিক্স [ Jibon Namer Rail Garita Lyrics ] মিতালী মুখার্জী [ Mitali Mukherjee ]
- ভ্রমর কইও গিয়া লিরিক্স [ Bhromor Koiyo Giya Lyrics ] – রাধা রমণ [ Radha Raman ]
- Kemone Bhulibo Ami | কেমনে ভুলিব আমি | HridKosh | শাহ আব্দুল করিম