তিন পাগলের হলো মেলা লিরিক্স [ Tin Pagole Holo Mela Lyrics ]
এস আই টুটুল । S I tutul
গানের ধরনঃ লালন গীতি
এস আই টুটুল একজন বাংলাদেশী গায়ক, সুরকার, গীতিকার ও অভিনয়শিল্পী। তিনি ধ্রুবতারা ব্যান্ড এ লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন।
তিনি আইয়ুব বাচ্চুর সাথে দীর্ঘদিন কাজ করেছেন। মূলত আইয়ুব বাচ্চু তার বড় ভাইয়ের বন্ধু ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিন পাগলের হলো মেলা লিরিক্স [ Tin Pagole Holo Mela Lyrics ] । এস আই টুটুল । S I tutul
তিন পাগলের হলো মেলা লিরিক্স
তিন পাগলে হলো মেলা নদে এসে
ওরে মন নদে এসে…
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে,
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
তিন পাগলে হলো মেলা নদে এসে
তিন পাগলে হলো মেলা নদে এসে
ওরে মন নদে এসে…
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে,
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে…
একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে,
একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে।
আবার হরি বলে পড়ছে ঢলে
ধূলার মাঝে,
হরি বলে পড়ছে ঢলে
ধূলার মাঝে।
ওরে মন ধূলার মাঝে…
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে…
তিন পাগলে হলো মেলা নদে এসে
তিন পাগলে হলো মেলা নদে এসে
ওরে মন নদে এসে…
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে,
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে…
![তিন পাগলের হলো মেলা লিরিক্স [ Tin Pagole Holo Mela Lyrics ] । এস আই টুটুল । S I tutul 2 তিন পাগলের হলো মেলা লিরিক্স [ Tin Pagole Holo Mela Lyrics ] । এস আই টুটুল । S I tutul](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-89-7-300x157.jpg)
একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে,
একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে।
পাগলের সঙ্গে যাবি পাগল হবি
বুঝবি শেষে
পাগলের সঙ্গে যাবি পাগল হবি
বুঝবি শেষে।
ওরে বুঝবি শেষে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে…
তিন পাগলে হলো মেলা নদে এসে
তিন পাগলে হলো মেলা নদে এসে
ওরে মন নদে এসে…
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে,
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে…
পাগলের নামটি এমন,
বলিতে ফকির লালন হয় তরাসে
পাগলের নামটি এমন,
বলিতে ফকির লালন হয় তরাসে।
চৈতে নিতে অদ্বৈ পাগল
নাম ধরে সে
চৈতে নিতে অদ্বৈ পাগল
নাম ধরে সে ।।
ওরে মন নাম ধরে সে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে…
তিন পাগলে হলো মেলা নদে এসে
তিন পাগলে হলো মেলা নদে এসে
ওরে মন নদে এসে…
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে,
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে…
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে…..
![তিন পাগলের হলো মেলা লিরিক্স [ Tin Pagole Holo Mela Lyrics ] । এস আই টুটুল । S I tutul 3 তিন পাগলের হলো মেলা লিরিক্স [ Tin Pagole Holo Mela Lyrics ] । এস আই টুটুল । S I tutul](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-88-8-300x157.jpg)
Tin Pagole Holo Mela Lyrics
Tin pagole holo Mela node eshe
Tin pagole holo Mela node eshe
Ore Mon node eshe…
Tora keu jashne o pagoler kache
Tora keu jashne o pagoler kache
Tin pagole holo Mela node eshe
Tin pagole holo Mela node eshe
Ore Mon node eshe
Ekta paglami kore
Jat dey se ojatere doure giye
Ekta paglami kore
Jaat dey se ojatere doure giye
Abar Hari bole porche dhole
Dhular majhe
Hari bole porche dhole dhular majhe
Pagolere namti emon
Bolite fakir lalon hoy torashe
Pagoler namti emon,
Bolite fokir lalon hoy torashe
Choite nite abdoi pagol
Naam dhore se
Ore Mon naam dhore se
Tora keu jashne o pagoler kache….
![তিন পাগলের হলো মেলা লিরিক্স [ Tin Pagole Holo Mela Lyrics ] । এস আই টুটুল । S I tutul 4 তিন পাগলের হলো মেলা লিরিক্স [ Tin Pagole Holo Mela Lyrics ] । এস আই টুটুল । S I tutul](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-87-9-300x157.jpg)
লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।
লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।
তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুলও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে।
তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে।গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
আরও দেখুনঃ