সোনার ময়না পাখি লিরিক্স [ Sonar moyna pakhi lyrics ] । মনপুরা । অর্ণব । Arnob

সোনার ময়না পাখি লিরিক্স [ Sonar moyna pakhi lyrics ]

মনপুরা

 Arnob

 

সোনার ময়না পাখি লিরিক্স [ Sonar moyna pakhi lyrics ] । অর্ণব । Arnob

আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
সোনা বরণ পাখি রে আমার
কাজল বরণ আঁখি
সোনা বরণ পাখি রে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায় ওরে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকি
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকি
শত ফুলের বাসন দিয়ারে
অঙ্গে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
এ জীবন যাবার কালে রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি

সোনার ময়না পাখি লিরিক্স [ Sonar moyna pakhi lyrics ] । মনপুরা । অর্ণব । Arnob

Leave a Comment