স্বাধীনতা তুমি কবিতার লিরিক্স [ sadhinota tumi kobitar lyrics ]
শামসুর রাহমান
শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ – ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন।
বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন।
আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় ‘রূপালি স্নান’ কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টিলাভ করেন ।
পরবর্তীতে উভয় বাংলাতেই তাঁর শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়। তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তাঁর কবিতায় খুব কম ছিল না।
স্বাধীনতা তুমি কবিতার লিরিক্স [ sadhinota tumi kobitar lyrics ] । শামসুর রাহমান
স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
![স্বাধীনতা তুমি কবিতার লিরিক্স [ sadhinota tumi kobitar lyrics ] । শামসুর রাহমান 2 স্বাধীনতা তুমি কবিতার লিরিক্স [ sadhinota tumi kobitar lyrics ] । শামসুর রাহমান](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-89-13-300x157.jpg)
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
![স্বাধীনতা তুমি কবিতার লিরিক্স [ sadhinota tumi kobitar lyrics ] । শামসুর রাহমান 3 স্বাধীনতা তুমি কবিতার লিরিক্স [ sadhinota tumi kobitar lyrics ] । শামসুর রাহমান](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-90-12-300x157.jpg)
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
![স্বাধীনতা তুমি কবিতার লিরিক্স [ sadhinota tumi kobitar lyrics ] । শামসুর রাহমান 4 স্বাধীনতা তুমি কবিতার লিরিক্স [ sadhinota tumi kobitar lyrics ] । শামসুর রাহমান](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/images-93-5-300x157.jpg)
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
স্বাধীনতা তুমি কবিতার লিরিক্স [ sadhinota tumi kobitar lyrics ] । শামসুর রাহমান
আরও দেখুনঃ