মনে করি আসাম যাবো (2019) [ Mone Kori Assam Jabo ]

মনে করি আসাম যাবো [ Mone Kori Assam Jabo ]

মনে করি আসাম যাবো
ইমন চক্রবর্তী

“মনে করি আসাম যাবো” গানটি  গেয়েছেন ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী ।   তিনি ভারতের কয়েকজন গায়কের মধ্যে একজন, যারা প্রথমবারের মতো চলচ্চিত্রের জন্য গান করে জাতীয় পুরস্কার জিতেছেন।

মনে করি আসাম যাবো [ Mone Kori Assam Jabo ]

গীতিকারঃ ইমন চক্রবর্তী

প্রথম গানের কন্ঠশিল্পীঃ ইমন চক্রবর্তী 

মনে করি আসাম যাবো [ Mone Kori Assam Jabo ]

আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল
ফুল কে দেখিয়া ছুড়ি ধ্যাচাকে চামড়াইল,
গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান
সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম,
গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান
সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম।

মনে করি আসাম যাবো

মনে করি আসাম যাবো
ইমন চক্রবর্তী

আসাম গেলে তোমায় পাবো,
মনে করি আসাম যাব
জোড়া পাঙ্খা টঙাইবো,
বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন
সর্দার বলে লিবো পিঠের চাম,
হে জদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম।

আর চিঠি তে কি ভুলে মন বিনা দরিশনে
বিথিরে কি ফুটে ফুল বিনা বরিখনে,
চিঠি তে কি ভুলে মন বিনা দরিশনে
বিথিরে কি ফুটে ফুল বিনা বরিশনে,

বানাই দিলি কামিন কুলি
টাংগাইলে দিলি পিঠে ঝুলি
ঝুলি টাংগাইল ভিখারি বানাইলি,
নিঠুরোসাম জনমে জনমে কাদাইলি
বানাই দিলি কামিন কুলি
টাংগাইলে দিলি পিঠে ঝুলি
ঝুলি টাংগাইল ভিখারি বানাইলি
নিঠুরোসাম জনমে জনমে কাঁদাইলি।

আম পাতার সিরে সিরে কাজলেরই রেখা
কোন পথে গেলে বন্ধু পাবো তোমার দেখা,
মনে করি আসাম যাবো
আসামে তে নোকরি লিবো,
মনে করি আসাম যাবো
জোড়া পাঙ্খা টঙাইবো,
বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন
সরদার বলে লিবো পিঠের চাম
এ জদুরাম ফাকি দিয়া চলাইলি আসাম ।

 

YaifwwriN4BzRFCyqbslL4 মনে করি আসাম যাবো (2019) [ Mone Kori Assam Jabo ]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ইমন চক্রবর্তীঃ

মনে করি আসাম যাবো
ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তী একজন ভারতীয় গায়িকা । ইমনের জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার ছোট্ট শহর লিলুয়ায়।  তিনি তার মা তৃষ্ণা চক্রবর্তীর কাছ থেকে সঙ্গীত শিখতে ও বীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের প্রতি আগ্রহী হন। তার প্রথম বিরট সুযোগ আসে যখন ভারতীয় রেকর্ড লেবেল কোম্পানির সারেগামা তার প্রথম অ্যালবাম ”বসতে দিয়ো কাছে” বাংলা ভাষার প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। অ্যালবামের কয়েকটি গানের রচয়িতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর।

অ্যালবামে সুরকার অনুপম রায়,  গুণাবলীর সাথে নতুন স্বর ব্যবহার করতে চেয়েছিলেন।

অনুপম রায়ে গান “তুমি যাকে ভালবাসো” এই গানটি তার ভারতবর্ষের সবচেয়ে সম্মানজনক পুরস্কার “শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক সিঙ্গারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার” এনেদেয়।

 

 

 

 

আরও দেখুনঃ 

বাঁশি শুনে আর কাজ নাই [ Banshi Shune Aar Kaj Nai ]

 

Leave a Comment