নিকষ কালো এই আঁধারে লিরিক্স – ব্যান্ড: পেপার রাইম | Nikosh Kalo Ei Adhare Lyrics – Band : Paper Rhyme
নিকষ কালো এই আঁধারে গানটি পেপার রাইম ব্যান্ডের। পেপার রাইম ৯০ এর শুরুর দিকে রাশেদ এবং সুমন “সাডেন” ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। অপরদিকে নাসের এবং সাদ ছিলেন “স্ন্যাপস” ব্যান্ডে। একই সময়ে মাসরুর এর সংগে রাশেদ ও নাসের লেসন-১ নামে একটি প্রজেক্ট করেন, যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরই মধ্যে ঘটনাক্রমে ২৪ জানুয়ারি, ১৯৯২ একটি শো-তে পাঁচ বন্ধু সাদ, নাসের, অভিক, রাশেদ, সুমন মিলে এক সংগে পারফর্ম করেন। শো এর পরে, ওইদিন রাতেই এই কয়জন মিলে সিদ্ধান্ত নেন এক সংগে ব্যান্ড করার। আর সেই ব্যান্ডটিই হল আমাদের “পেপার রাইম”।
ব্যান্ড:পেপার রাইমএরপরেই নিয়মিত প্রাকটিস এবং শো চলতে থাকে। প্রথমদিককার শো গুলিতে বিভিন্ন বাংলা ও ইংরেজি গান কভার করতেন পেপার রাইম। ১৯৯৬ সালে “পেপার রাইম” তাদের একমাত্র এলবামটি রিলিজ করে। এলবামটির ভিন্ন ধারার কম্পোজিশনের সাথে অন্ধকার ঘরে, আকাশের কি রঙ এর মত গানগুলি শ্রোতারা পছন্দ করতে সময় নেয়নি। এবছরেই ব্যান্ড সদস্যদের নানা ব্যস্ততার কারনে আর ব্যান্ডটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।