গোলাপ নিলাম গাদা নিলাম গজল লিরিক্স [ Golap nilam gadha nilam gojol lyrics ] । সৈয়্যদ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরি

গোলাপ নিলাম গাদা নিলাম গজল লিরিক্স [ Golap nilam gadha nilam gojol lyrics ]

সৈয়্যদ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরি

গজল

 

গজল আরব থেকে এর উৎপত্তি হলেও ফার্সি ভাষায় এটি বিশেষ বিকাশ লাভ করে। পরবর্তীতে উর্দু ভাষায় এটি সমধিক জনপ্রিয়তা পায়।

আরবি, ফার্সি, পশতু, উর্দু ছাড়াও হিন্দি, পাঞ্জাবী, মারাঠি, বাংলা এমনকি ইংরেজিতেও গজল লেখা হয়। প্রাথমিক দিকে ইমাম গাযালী, মওলানা জালালুদ্দিন রুমী, হাফীজ সীরাজী, ফারুখউদ্দীন আত্তার, হাকীম শানাঈ প্রমুখ গজল লিখে বেশ নাম করেন।

পরবর্তিতে আমির খসরু, মীর তাকী মীর, ইব্রাহীম জক, মীর্জা গালিব, দাগ দেলবী এবং আধুনিক কালে আল্লামা মুহাম্মদ ইকবাল, ফয়েজ আহমেদ ফয়েজ, ফিরাক গোরখপুরী গজল লেখক হিসাবে নাম করেন।

 

গোলাপ নিলাম গাদা নিলাম গজল লিরিক্স [ Golap nilam gadha nilam gojol lyrics ] । সৈয়্যদ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরি

গোলাপ নিলাম গাদা নিলাম গজল লিরিক্স

 

গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা,
মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা,
একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা,
একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা,
হাসিমুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা,
সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা ।
ইয়া রাসূলাল্লাহ (ﷺ)
ইয়া হাবীবাল্লাহ (ﷺ)
*লাল রঙের ফুলকে বলি রঙটি কোথায় পেলে?
উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে।
ওরে সেই রক্তের লালে,
তাই, লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা । ঐ
*হলুদ রঙের ফুলকে বলি রঙটি কোথায় পেলে?
নূর নবীজির নূরাণী দেহের কথা বলে।
সে’খান থেকে মিলে,
তাই, হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা । ঐ
*সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে ?
নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে।
গোলাপ নিলাম গাদা নিলাম গজল লিরিক্স [ Golap nilam gadha nilam gojol lyrics ] । সৈয়্যদ মুহাম্মদ হাসান মুরাদ কাদেরি
ওরে সে’খান থেকে মিলে,
তাই,সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা।ঐ

Leave a Comment