আমার প্রতিচ্ছবি লিরিক্স
![আমার প্রতিচ্ছবি লিরিক্স - অর্থহীন ব্যান্ড [ Amar Protichobi Lyrics - Aurthohin Band ] 1 আমার প্রতিচ্ছবি লিরিক্স-অর্থহীন ব্যান্ড-[Amar Protichobi Lyrics-Aurthohin Band]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_256,h_197/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/Aurthohin.jpeg)
অর্থহীন বাংলাদেশের অন্যতম একটি ব্যান্ড। এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা সুমন।১৯৯৯ সালে শুরু হওয়া এই ব্যান্ডের এখন পর্যন্ত ৭টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাদের প্রথম অ্যালবাম ত্রিমাত্রিক প্রকাশিত হয় ২০০০ সালের এপ্রিল মাসে। শুরু থেকেই অত্যন্ত জনপ্রিয় এই ব্যান্ডের সবগুলো অ্যালবামই বেস্ট সেলিং হয়েছে। এখন পর্যন্ত তাদের শেষ অ্যালবাম ক্যানসারের নিশিকাব্য প্রকাশিত হয় ২০১৬ সালে।মূলত রক ব্যান্ড হলেও তারা এখন হেভি মেটাল গানও করছে।
- ১৯৯৩: এই বছর সুমন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ফিলিংস ত্যাগ করেন। তিনি একক এলবাম করার পরিকল্পনা করেন। তার ইচ্ছা ছিল ভিন্ন ধারার গান করার। তিনি এমনভাবে একক গান করা শুরু করেন যাতে ব্যান্ডের পরিবেশটা একক গানেও বজায় থাকে। তিনি ফায়সাল এবং রাসেলের সাথে তার প্রথম গান করেন। তার গানে ড্রাম বাজিয়েছিল রুমি।
আমার প্রতিচ্ছবি লিরিক্স – অর্থহীন ব্যান্ড [ Amar Protichobi Lyrics – Aurthohin Band ]
![আমার প্রতিচ্ছবি লিরিক্স - অর্থহীন ব্যান্ড [ Amar Protichobi Lyrics - Aurthohin Band ] 2 আমার প্রতিচ্ছবি লিরিক্স-অর্থহীন ব্যান্ড-[Amar Protichobi Lyrics-Aurthohin Band]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_168/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/Aurthohin-4.jpeg)
আমার প্রতিচ্ছবি লিরিক্স
মুখটা তুলে আকাশটাতে
দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি
যে চিরকাল
জোছনার আলো যখন
তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই
পাশে পাশে
মনটা খারাপ করে যখন
তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায়
মজার কোন গল্প
চোখের পানি মুছে ফেলে
ভেবো একটুখন
তোমার মাথায় হাতটা বুলাই
যখন তখন
রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ
দুপুর বেলায় কবিতার
বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার
ঝাপসা হয়ে ওঠে
ভেবো আমি পাশেই আছি
তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি
গানের মত করে..
ভোরের আলোয় পাখির ডাকে
ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাঁটার সময়
আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশির কনায়
তাকিয়ে দেখ তুমি
আছে সেথায় তোমার সাথে
আমার প্রতিচ্ছবি..
রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ (x3)
![আমার প্রতিচ্ছবি লিরিক্স - অর্থহীন ব্যান্ড [ Amar Protichobi Lyrics - Aurthohin Band ] 3 আমার প্রতিচ্ছবি লিরিক্স-অর্থহীন ব্যান্ড-[Amar Protichobi Lyrics-Aurthohin Band]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_287,h_176/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/Aurthohin-2.jpeg)
Amar Protichobi Lyrics
Mukh-ta tule akash ta te dekho arekbar
Tomar sathe achi ami je chirokal
Jochonar aalo jokhon tomar gaaye pore
Ami tokhon thaki tomari pashe pashe
Mon ta kharap kore jokhon tumi eka thako
Vebo ami shonai tomay mojar kono golpo
Chokher paani muche fele vebo ektukkhon
Tomar mahay haath-ta bulai jokhon tokhon
Dupur belay kobitar boi ta porte boshe
Chokher dristi jokhon tomar jhapsha hoye othey
Vebo ami pashe achi tomar paane cheye
Kobita-tay sur bosacchi gaaner moto kore
Bhorer aaloy pakhir daake ghum ta vange jokhon
Bagan-ta te hatar somoy amay vebo tokhon
Ghaser majhe shihir konay takiye dekho tumi
Ache sethay tomar sathe amar proticchobi
![আমার প্রতিচ্ছবি লিরিক্স - অর্থহীন ব্যান্ড [ Amar Protichobi Lyrics - Aurthohin Band ] 2 আমার প্রতিচ্ছবি লিরিক্স-অর্থহীন ব্যান্ড-[Amar Protichobi Lyrics-Aurthohin Band]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_168/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/Aurthohin-4.jpeg)