এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স [ Ei Sundar Swarnali Sandhay Lyrics ] । গীতা দত্ত । Geeta Dutt

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স [ Ei Sundar Swarnali Sandhay Lyrics ] – গীতা দত্ত । Geeta Dutt। গীতা দত্ত (জন্ম: ২৩ নভেম্বর ১৯৩০ – মৃত্যু: ২০ জুলাই ১৯৭২) একজন বাঙালি সঙ্গীতশিল্পী। তিনি মূলত ১৯৫০ এবং ১৯৬০এর দশকে হিন্দি ছবিতে নেপথ্য সঙ্গীত এবং বাংলা আধুনিক গান গাওয়ার জন্য বিখ্যাত। গীতা দত্ত ১৯৩০ সালের ২৩ নভেম্বর তৎকালীন ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার ইদিলপুরের একটি ধনী জমিদার পরিবারে (বর্তমান বাংলাদেশের শরীয়তপুর জেলার গোসাইরহাট) জন্মগ্রহণ করেন। পরিচালক, অভিনেতা গুরু দত্তের সাথে বিয়ের আগে তার নাম ছিল গীতা ঘোষ রায়চৌধুরী। বিয়ের আগে গীতা রায় নামে সুপরিচিত ছিলেন। ১৯৪২ খ্রিষ্টাব্দে তার বাবা মার সাথে বোম্বের দাদারে একটি অ্যাপার্টমেন্টে থাকতে আরম্ভ করেন।

 

 

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স [ Ei Sundar Swarnali Sandhay Lyrics ] । গীতা দত্ত । Geeta Dutt

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু (x2)

কোন রক্তিমা পলাশের স্বপ্ন

মোর অন্তরে ছড়ালে গো বন্ধু

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু

আমলকি পেয়ালের কুঞ্জে

কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে (x2)

বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

 

 

একি বন্ধনে জড়ালে গো বন্ধু

বাতাসের কথা সে তো কথা নয়

রূপ কথা ঝদি তার বাঁশিতে

আমাদেরও মুখে কোন কথা নেই

শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে

বাতাসের কথা সে তো কথা নয়

রূপ কথা ঝরে তার বাঁশিতে

আমাদেরও  মুখে কোন কথা নেই

শুধু দুটি আঁখি পরে রাখি হাসিতে

কিছু পরে দূরে তারা জ্বলবে

হয়তো তখন তুমি বলবে (x2)

জানি মালা কেন গলে পরালে গো বন্ধু

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু

কোন রক্তিমা পলাশের স্বপ্ন

মোর অন্তরে ছড়ালে গো বন্ধু

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু

 

 

Ei Sundar Swarnali Sandhay Lyrics

Ei Sundar Swarnali Sandhay

Eki Bondhone Jorale Go Bandhu

Kon Raktimo Polasher Swapno

Mor Ontore Choralo Go Bandhu

Ei Sundar Swarnali Sandhyay

Eki Bondhone Jorale Go Bondhu

Amloki Piyaler Kunjey

Kichu Mou Machi Ekhono Je Gunje

Bujhi Shei Shure Amare Bhorale Go Bondhu

 

 

Batasher Kotha Shey To Kotha Noy

Rupkotha Jhore Taar Banshite

Amader Mukhe Kono Kotha Nei

Sudhu Duti-Ankhi Bhore Rakhi Hashite

Kichu Pore Dure Tara Jwolbe

Hoyto Takhon Tumi Bolbe

Jaani Mala Keno Goley Porale Go Bandhu

 

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় লিরিক্স [ Ei Sundar Swarnali Sandhay Lyrics ] । গীতা দত্ত । Geeta Dutt

 

Leave a Comment