সাত ভাই চম্পা লিরিক্স [ Sat Bhai Champa Lyrics ] । লতা মঙ্গেশকর । Lata Mangeshkar

সাত ভাই চম্পা লিরিক্স [ Sat Bhai Champa Lyrics ]

লতা মঙ্গেশকর । Lata Mangeshkar

 

লতা মঙ্গেশকর (২৮ সেপ্টেম্বর ১৯২৯ – ৬ ফেব্রুয়ারি ২০২২) ছিলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি।

এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই।

তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ৪টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, ২টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।

 

সাত ভাই চম্পা লিরিক্স [ Sat Bhai Champa Lyrics ] । লতা মঙ্গেশকর । Lata Mangeshkar

 

সাত ভাই চম্পা লিরিক্স [ Sat Bhai Champa Lyrics ] । লতা মঙ্গেশকর । Lata Mangeshkar

সাত ভাই চম্পা লিরিক্স

সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগোরে
ও সাত ভাই চম্পা গো রাজার কুমার
কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার?
ও সাত ভাই চম্পা গো রাজার কুমার
কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার?
আজো রাজার দেশে
ঘোরে ছদ্মবেশে
সাত ভাই চম্পা লিরিক্স [ Sat Bhai Champa Lyrics ] । লতা মঙ্গেশকর । Lata Mangeshkar
ডাইনী সর্বনাশী রাক্ষুশীলা আবার
সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগোরে
আর রাজবাড়ি সৎ রাণী মায়ের ঘরে
ফিরে যাবো না, যাবো না, যাবো না রে
আর রাজবাড়ি সৎ রাণী মায়ের ঘরে
ফিরে যাবো না, যাবো না, যাবো না রে
ঘরে ক্ষুধার জ্বালা
পথে যৌবন জ্বালা
রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে
সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগোরে
সাত ভাই চম্পা লিরিক্স [ Sat Bhai Champa Lyrics ] । লতা মঙ্গেশকর । Lata Mangeshkar

Sat Bhai Champa Lyrics

Sat Bhai Champa Jaago re Jaago re
Ghum ghum thake na ghumer ei ghore
Ekti parul bon ami tomar
Ami shokal sajhe shoto kajer majhe
Tomay deke deke shara
Dao shara go shara [x2]
O Shaat Bhai Chompa Jago reO saat bhai champa go rajar kumar
Kothay pokkhi raaj ghora tomar toloar [x2]
Aajo rajar deshe ghore chodmobeshe
Daini shorbonashi rakkhoshila abarSaat Bhai Champa Jaago re Jaago re
Ghum ghum thake na ghumer ei ghore
Ekti parul bon ami tomar
Ami sokal sanjhe soto kajer majhe
Tomay deke deke shara
Dao shara go shara
O Shaat Bhai Chompa Jagore

Ar raaj bari saat rani mayer ghore
Fire jabo na, jabo na, jabo na re [x2]
Ghore khudar jwala, pothe jongol jwala
Rajar kumar ar ashe na ghoray chore

 

সাত ভাই চম্পা লিরিক্স [ Sat Bhai Champa Lyrics ] । লতা মঙ্গেশকর । Lata Mangeshkar

 

Saat Bhai Chompa Jago re Jago re
Ghum ghum thake na ghumer-ei ghore
Ekti parul bon ami tomar
Ami sokal sajhe shoto kajer majhe
Tomay deke deke shara
Dao shara go shara
O Shaat Bhai Chompa Jago re

 

 

সাত ভাই চম্পা লিরিক্স [ Sat Bhai Champa Lyrics ] । লতা মঙ্গেশকর । Lata Mangeshkar
আরও দেখুনঃ

Leave a Comment