পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় (1988) [ Pathorer Prithibite Kacher Hridoy ] | ঢাকা ৮৬ | তপন চৌধুরী
“পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়” গানটি গেয়েছেন তপন ‘চৌধুরী । তপন ‘চৌধুরী একজন বাংলাদেশী গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীতপরিচালক। তিনি সোল্স ব্যান্ডের সাবেক সদস্য। সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত।
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় (1988) [ Pathorer Prithibite Kacher Hridoy ] | ঢাকা ৮৬ | তপন চৌধুরী
কন্ঠশিল্পীঃ তপন চৌধুরী
পাথরের পৃথিবীতে কাঁচের ‘হৃদয় লিরিক্স :
পাথরের পৃথিবীতে ‘কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না..
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের’ পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
মরণ নিয়ে তারাই ভাবে
যারা ভালোবাসিতে জানে না
সোনার চান্দি তারাই খোঁজে
যারা হৃদয়টাকে চেনে না
ভালোবাসার অনুভবে
দুচোখভরা স্বপ্ন রবে
আরতো কিছুই চাই না..
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের পৃথিবীতে ‘কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না..
তবু প্রেমেরতো শেষ হবে না
কুঁড়ে ঘরে চাঁদের আলো
যদি ঝরে পড়ে গো অঝরে
সোনার পালঙ্ক চাইনা আমি
যদি রাখো জড়িয়ে আদরে
তাজমহলের শ্বেত পাথরে
নাইবা গেলাম খোদাই করে
দুটি নামের ঠিকানা
তবু প্রেমেরতো শেষ হবেনা
পাথরের পৃথিবীতে ‘কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের’ পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
লা লা লা লা লা লা………
হুম হুম হুম হুম হুম….
লা লা লা লা লা লা………
হুম হুম হুম হুম হুম….
তপন’ চৌধুরীঃ
তপন ‘চৌধুরীর জন্ম ৭ জানুয়ারি । ১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি পরিবেশন করার পর সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে ১৯৮১ সালে সোলস তাদের প্রথম অ্যালবামেও গানটি প্রকাশ করে। ১৯৮৪ অথবা ১৯৮৫ সালে তার নিজ নামে তার প্রথম একক অ্যালবাম ‘তপন’ চৌধুরী’ মুক্তি পায়। সোলস-এর সাথে ২২ বছর কাজ করার পর তিনি একক সঙ্গীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন। তিনি প্রায় ৩০০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ১৯৯০-এর দশকের পর তিনি বেশ কয়েক বছর সঙ্গীত জীবন থেকে দূরে সরে যান তবে ২০১৭ সালে পুনরায় ‘ফিরে এলাম’ একক অ্যালবাম প্রকাশ করেন।
![পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় (1988) [ Pathorer Prithibite Kacher Hridoy ] | ঢাকা ৮৬ | তপন চৌধুরী 1 YaifwwriN4BzRFCyqbslL4 পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় (1988) [ Pathorer Prithibite Kacher Hridoy ] | ঢাকা ৮৬ | তপন চৌধুরী](https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
পৃথিবীর মতো হৃদয়টাকে কখনো ভাগ করিনি’, ‘আমি দেবদাস হতে পারবো না’, ‘পলাশ ফুটেছে’ এবং শাকিলা জাফরের সাথে দৈত গান ‘তুমি আমার প্রথম সকাল’ সহ অসংখ্য জনপ্রিয় গানের সঙ্গীতশিল্পী তপন’ চৌধুরী। দীর্ঘ যাত্রায় জনপ্রিয় এ শিল্পী সুরের খেয়ায় তুলেছেন মানুষের ভালোবাসা, পুরস্কার ও সম্মাননা। তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এদেশের মানুষকে। আধুনিক, ক্লাসিক, মেলোডি, ফোক সব ধরনের গানই তিনি গেয়েছেন তপন ‘চৌধুরী। তার কণ্ঠে মিশে আছে সুরের অবারিত দরদ। যে সুরের মায়া তপন ‘চৌধুরীকে এদেশের মানুষের হৃদয়ে ঠাঁই করে দিয়েছে শিল্পের আপনালোয়ে।