আজ ফিরে না গেলেই কি নয় [Aj fire na gelei ki noy ] | তপন চৌধুরী
আজ ফিরে না গেলেই কি নয় [Aj fire na gelei ki noy ] | তপন চৌধুরী
গীতিকার: আলাউদ্দিন আলী
সুরকার: মোঃ রফিকুজ্জামান
প্রথম রেকর্ডের কন্থশিল্পীঃ তপন চৌধুরী
আজ ফিরে না গেলেই কি নয় লিরিক্স :
আজ ফিরে না গেলেই কি নয়
সন্ধ্যা নামুক না জোনাকি জ্বলুক না
নির্জনে বসি আরো কিছুটা সময়।।
ঘাসের আঙিনায় আধো শোয়া
তোমার আমার মুখ জোছনা ধোয়া
এ যেন নতুন চোখে তোমাকে চাওয়া
এ যেন নতুন করে তোমাকে পাওয়া
এ যেন নতুন পরিচয়।।
এমন রুপালী রাত নাই হোক ভোর
শিশির ছুঁয়ে যাক উষ্ণ অধর
এ যেন জেগে জেগে স্বপ্ন দেখা
এ যেন নীরব কোন কাব্য লেখা
এ যেন সুখের অনুনয়।।
![আজ ফিরে না গেলেই কি নয় [Aj fire na gelei ki noy ] | তপন চৌধুরী 2 YaifwwriN4BzRFCyqbslL4 আজ ফিরে না গেলেই কি নয় [Aj fire na gelei ki noy ] | তপন চৌধুরী](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
আলাউদ্দিন আলীঃ
![আজ ফিরে না গেলেই কি নয় [Aj fire na gelei ki noy ] | তপন চৌধুরী 3 আজ ফিরে না গেলেই কি নয়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_376,h_211/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/bc55c_6d3b55d2cc_long-300x169.jpg)
একজন বাংলাদেশী সুরকার, বেহালাবাদক, সঙ্গীতজ্ঞ, গীতিকার এবং সঙ্গীত পরিচালক।তিনি গীতিকার হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪শে ডিসেম্বর মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামের এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জাবেদ আলী ও মাতা জোহরা খাতুন। আলাউদ্দিন তার পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সঙ্গীতে শিক্ষা নেন। আলাউদ্দিন ১৯৭৫ সালে সঙ্গীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন। তিনি গোলাপী এখন ট্রেনে (১৯৭৯), সুন্দরী (১৯৮০), কসাই এবং যোগাযোগ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
তিনি খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন।
৯ আগস্ট রবিবার বিকাল সাড়ে ৫টায় তিনি মৃত্যুবরণ করেন।
মোঃ রফিকুজ্জামান:
![আজ ফিরে না গেলেই কি নয় [Aj fire na gelei ki noy ] | তপন চৌধুরী 4 আজ ফিরে না গেলেই কি নয়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_375,h_229/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/172bd620e90af173573962bf5c4011f6-57bc257310d3e-300x183.jpg)
বাংলাদেশের একজন গীতিকবি ও লেখক। তিনি শতাধিক চলচ্চিত্রের কাহিনী-চিত্রনাট্য-সংলাপ রচয়িতা। ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি মোহাম্মদ রফিকউজ্জামান ঝিনাইদহ জেলার লক্ষ্নীপুরের ফুরসুন্দিতে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি যশোর জেলার সদর উপজেলার খড়কীতে। তার বাবার নাম শাহাদাত আলী এবং মায়ের নাম সাজেদা খাতুন।১৯৬৫ সাল থেকে বাংলাদেশে বেতারে নিয়মিত গীতিকার হিসেবে কাজ করছেন মোহাম্মদ রফিকউজ্জামান। ইতিমধ্যে তার প্রকাশিত গানের সংখ্যা প্রায় দুই হাজার। ১৯৭৩ সাল থেকে তিনি নিয়মিত ভাবে চলচ্চিত্রের জন্য গান লিখছেন। প্রায় শতাধিক চলচ্চিত্রের জন্য গান লিখেছেন তিনি।
তপন চৌধুরীঃ
![আজ ফিরে না গেলেই কি নয় [Aj fire na gelei ki noy ] | তপন চৌধুরী 5 আজ ফিরে না গেলেই কি নয়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_388,h_255/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/60719f2c8d6ac161805905260719f2c8d6af-300x197.jpg)
একজন বাংলাদেশী গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীতপরিচালক। তিনি সোল্স ব্যান্ডের সাবেক সদস্য। সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৯ সালে তিনি জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন। ১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি পরিবেশন করার পর সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে ১৯৮১ সালে সোলস তাদের প্রথম অ্যালবামেও গানটি প্রকাশ করে। ১৯৮৪ অথবা ১৯৮৫ সালে তার নিজ নামে তার প্রথম একক অ্যালবাম ‘তপন চৌধুরী’ মুক্তি পায়। সোলস-এর সাথে ২২ বছর কাজ করার পর তিনি একক সঙ্গীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন।
তিনি বেশ কয়েক বছর সঙ্গীত জীবন থেকে দূরে সরে যান তবে ২০১৭ সালে পুনরায় ‘ফিরে এলাম’ একক অ্যালবাম প্রকাশ করেন।
আরও দেখুনঃ