আমায় গেঁথে লিরিক্স [ Amay Gethe Lyrics ] । রুনা লায়লা । Runa Laila

আমায় গেঁথে লিরিক্স [ Amay Gethe Lyrics ]

রুনা লায়লা

 

 

রুনা লায়লা (জন্ম: ১৭ নভেম্বর ১৯৫২) একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন।

বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা ছিলটি, বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন। পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়।

১৯৬৬ সালে লায়লা উর্দু ভাষার হাম দোনো চলচ্চিত্রে “উনকি নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা” গান দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় আসেন।

১৯৬০-এর দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তিনি জিয়া মহিউদ্দিন শো-তে গান পরিবেশন করতেন এবং ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন।

 

আমায় গেঁথে লিরিক্স [ Amay Gethe Lyrics ] । রুনা লায়লা । Runa Laila

আমায় গেঁথে লিরিক্স

আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা,
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা।
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।

 

আসি বলে আমায় ফেলে
সেই যে গেল ভাই
তিন ভুবনের কোথায় গেলে
ভাইয়ের দেখা পাই।
দেবো তারই সমাধিতে আমি
তোমরা হাতের মালা
ভাই হারানোর জ্বালা।
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা,
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা।

 

আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।

তারই শোকে কোকিল ডাকে
ফোটে বনের ফুল
ফুল পাবনের মধুর তিথী
কেঁদে হয় আকুল।
আজও তারই স্মরন করে সবাই
সাজাই ফুলের ডালা
ভাই হারানোর জ্বালা।
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা,
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।

আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা।

 

আমায় গেঁথে লিরিক্স [ Amay Gethe Lyrics ] । রুনা লায়লা । Runa Laila

Leave a Comment