প্রেমের মরা জলে লিরিক্স [ Premer Mora Jole Lyrics ]
অভি
প্রেমের মরা জলে লিরিক্স [ Premer Mora Jole Lyrics ] । অভি । Ovi
তুমি সুজন দেইখা কইরো পিরিত
মরলে যেন ভোলে না…দরদী (।।)
![প্রেমের মরা জলে লিরিক্স [ Premer Mora Jole Lyrics ] । অভি । Ovi 2 প্রেমের মরা জলে লিরিক্স [ Premer Mora Jole Lyrics ] । অভি । Ovi](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_250,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/images-2022-07-04T012258.254-e1656930469723-250x300.jpg)
প্রেম কইরাছে আয়ুব নবী
তার প্রেমে রহিমা বিবি গো
তারে আঠারো সাল কিরায় খাইল
আঠারো সাল…ও তারে
আঠারো সাল কিরায় খাইল
তবুও প্রেম ছাড়ল না…দরদী
![প্রেমের মরা জলে লিরিক্স [ Premer Mora Jole Lyrics ] । অভি । Ovi 3 প্রেমের মরা জলে লিরিক্স [ Premer Mora Jole Lyrics ] । অভি । Ovi](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_293/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/images-2022-07-04T012208.211-e1656930353400-300x293.jpg)
প্রেমের মরা জলে ডুবে না
ও প্রেম করতে ২দিন ভাঙতে ১দিন
এমন প্রেম আর কইরো না…দরদী
প্রেমের মরা জলে ডুবে না
চন্ডীদাস আর রজকীনী
তারাই প্রেমের শিরমণি গো
ও সে বার বছর বরশী বাইল
বার বছর…ও সে বার বছর বরশী বাইল
তবুও আদার গিললো না…দরদী
![প্রেমের মরা জলে লিরিক্স [ Premer Mora Jole Lyrics ] । অভি । Ovi 4 প্রেমের মরা জলে লিরিক্স [ Premer Mora Jole Lyrics ] । অভি । Ovi](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/images-2022-07-04T012220.503-e1656930408963-300x300.jpg)
প্রেমের মরা জলে ডুবে না
ও প্রেম করতে ২দিন ভাঙতে ১দিন
এমন প্রেম আর কইরো না…দরদী
প্রেমের মরা জলে ডুবে না…
তুমি সুজন দেইখা কইরো পিরিত
মরলে যেন ভোলে না…দরদী
আরও দেখুনঃ