আমি আজ কারো রক্ত চাইতে আসিনি লিরিক্স [ Ami aj karo rokto chaite ashini lyrics ]। নির্মলেন্দু গুণ । Nirmalendu Goon

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি লিরিক্স [ Ami aj karo rokto chaite ashini lyrics ]

নির্মলেন্দু গুণ । Nirmalendu Goon

 

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি লিরিক্স [ Ami aj karo rokto chaite ashini lyrics ]। নির্মলেন্দু গুণ । Nirmalendu Goon

 

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি লিরিক্স [ Ami aj karo rokto chaite ashini lyrics ]। নির্মলেন্দু গুণ । Nirmalendu Goon

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি লিরিক্স

সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি,
রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ
গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।

শহিদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি, ‘সমকাল’
পার হয়ে যেতে সদ্যফোটা একটি পলাশ গতকাল কানে কানে
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।

 

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি লিরিক্স [ Ami aj karo rokto chaite ashini lyrics ]। নির্মলেন্দু গুণ । Nirmalendu Goon

 

শাহবাগ এ্যভিন্যুর ঘূর্ণায়িত জলের ঝরনাটি আর্তস্বরে আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।

সমবেত সকলের মতো আমারো স্বপ্নের প্রতি পক্ষপাত আছে,
ভালোবাসা আছে_ শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।

এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক,
না-ফোটা কৃষ্ণচূড়ার শুষ্কভগ্ন অপ্রস্তুত প্রাণের ঐ গোপন মঞ্জরীগুলো কান পেতে শুনুক,
আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক_
আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে
আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা
রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম।

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি,
আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম।

 

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি লিরিক্স [ Ami aj karo rokto chaite ashini lyrics ]। নির্মলেন্দু গুণ । Nirmalendu Goon

 

Ami aj karo rokto chaite ashini lyrics

Samabeto shokoler moto ami’o golap phul khub bhalobasi,
Race course par hoye jete se’isob golaper ekaṭi golap
Gotokal amake boleche, ami jeno kabitay seikh Mujiber kotha boli.
Ami tar kotha bolte esechi.

Shohid minar theke khose-poṛa ekṭi roktakto iṭ gotokal amake boleche,
Ami jeno kabitay seikh Mujiber kotha boli.
Ami tar kotha bolte esechi.
Samabeto shokoler mato ami’o polash phul khub bhalobasi, ‘shomokal’
Par hoye jete sadya phuṭa ekaṭi polash gotokal kane kane
Amake boleche, ami Jeno kabitay seikh Mujiber kotha boli.
Ami tar kotha bolte esechi.

Sahbaga e avenue ghurṇayito joler jharnaṭi atmashare amake boleche,
Ami Jeno kabitay seikh Mujiber kotha boli.
Ami tar kotha bolte esechi.

 

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি লিরিক্স [ Ami aj karo rokto chaite ashini lyrics ]। নির্মলেন্দু গুণ । Nirmalendu Goon

 

Samabeto shokoler moto amaro shopner prati pakṣapat ache,
Bhalobasa ache_ seṣh rate dekha ekaṭ sahoshi shapno gotokal
Amake boleche, ami ami Jeno kabitay seikh Mujiber kotha boli.
Ami tar kotha bolte esechi.

E’i basanter boṭomule samabeto byathito manuṣhgulo sakkhi thakuk,
Na-phoṭa krishnochurar suknobhagna aprastut praṇer ei gopan manjorigulo kan pete shunuk,
Ashanna shandhyar e’i kalo kokilṭi jene jak_
Amar payer talay puṇya maṭi chuye
Ami aj se’i golaper kotha rakhlam, aj se’i polaser kotha
Rakhlam, aja se’i shopner kotha rakhlam.

Ami aj karo rakta chaite asini,
Ami amar bhalobasar kotha bolte esechilam

 

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি লিরিক্স [ Ami aj karo rokto chaite ashini lyrics ]। নির্মলেন্দু গুণ । Nirmalendu Goon

নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী, যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত, একজন বাংলাদেশী কবি। কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং ভ্রমণকাহিনী লিখেছেন ও ছবি এঁকেছেন। তার কবিতায় মূলত নারীপ্রেম, শ্রেণি-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা, এ-বিষয়সমূহ প্রকাশ পেয়েছে।

১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হবার পর জনপ্রিয়তা অর্জন করে। এ-গ্রন্থের অন্তর্ভূত ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তীতে এর উপর ভিত্তি করে তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এছাড়াও তার স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পাঠ্য।

তাকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়।

আরও দেখুনঃ

আমার ভিনদেশী তারা লিরিক্স [ Amar Bhindeshi Tara Lyrics ] । চন্দ্রবিন্দু । অনিন্দ্য চট্টোপাধ্যায় । Anindya Chatterjee

Leave a Comment