হায়রে মানুষ রঙিন ফানুস লিরিক্স | Hayre manush rongin fanush lyrics | এন্ড্র কিশোর | 1982

হায়রে মানুষ রঙ্গীন ফানুস ১৯৮২ সালে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছায়াছবি “বড় ভালো লোক ছিল” চলচ্চিত্রের একটি সঙ্গীত।
ধীর-লয়ের এই মরমী সংগীতের গীতিকার ছিলেন খ্যাতনামা সাহিত্যিক সৈয়দ শামসুল হক। আলম খানের সুর ও সংগীত আয়োজনে এই গানে কণ্ঠ দেন এন্ড্রু কিশোর।
চলচ্চিত্রে এই গানের সঙ্গে ঠোঁট মেলান অভিনেতা আনোয়ার হোসেন। গানটির গীতি কতিপয় দেশি বাংলা শব্দ ব্যবহারের জন্য আলোচিত। এই গানটির সঙ্গীতায়োজন ও কণ্ঠদানের জন্য আলম খান এবং এন্ড্রু কিশোর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
গীতিকার – সৈয়দ শামসুল হক
গায়ক – এন্ড্রু কিশোর
সুরকার – আলম খান
হায়রে মানুষ রঙিন ফানুস লিরিক্স | Hayre manush rongin fanush lyrics | এন্ড্র কিশোর | 1982

হায়রে মানুষ রঙ্গীন ফানুস লিরিক্স :
হায়রে মানুষ রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস,
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ,
হায়রে মানুষ রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস হায়রে মানুষ…
হায়রে মানুষ রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস,
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ,
হায়রে মানুষ রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস হায়রে মানুষ…
পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাই ছিলা যতন করিয়া,
পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাই ছিলা যতন করিয়া,
চেলচেলাইয়া চলে পিনিশ ডুইবা গেলেই ভুস…
হায়রে মানুষ রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস।
মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া,
মাটির মানুষ থাকে সোনার মহল গরিয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া,
ঝলমলায়া জ্বলে পিদিম নিইভ্যা গেলেই ফুস…
হায়রে মানুষ রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস,
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ,
হায়রে মানুষ রঙ্গীন ফানুস…
রঙ্গীন ফানুস হায়রে মানুষ…
হায়রে মানুষ রঙ্গীন ফানুস…
রঙ্গীন ফানুস হায়রে মানুষ…

hayre manush rongin fanush lyrics in english :
haye re maanush
rangin fanus
dam furailei thus
tabu to bhai karorai nai
ekatu khani hunsh
haye re maanush
rangin fanus
rangin fanus
hire maanush
haye re maanush
rangin fanus
dum phurailei thus.
poornimate bhaisa gase nil daria
sonar pineesh banaiquila
yatan karia
poornimate bhaisa gase
nil daria
sonar pineesh banaiquila
yatan karia
chelchelaia chale pineesh
duiba gele bhus
haye re maanush
rangin fanus
dum phurailei thus.
mati maanush thake sonar
mahal gadia
jvalaiache sonar pidim
tirth haria
mati maanush thake sonar
mahal gadia
jvalaiache sonar pidim
tirth haria
jhalmalawa jwale pidim
niivya gele phus
haye re maanush
rangin fanus
dam furailei thus
tabu to bhai karorai nai
ekatu khani hunsh
haye re maanush
rangin fanus
rangin fanus
hire maanush.
haye re maanush
rangin fanus
dum phurailei thus.

আরও দেখুন :