তুমি যদি চাও লিরিক্স | Tumi jodi chao lyrics | Shreya Ghoshal | 2020

তুমি যদি চাও লিরিক্স | Tumi jodi chao lyrics | Shreya Ghoshal | 2020

 

তুমি যদি চাও লিরিক্স | Tumi jodi chao lyrics | Shreya Ghoshal
Shreya Ghoshal

 

শ্রেয়া ঘোষাল একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন ।

নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।

ঘোষাল শৈশব থেকেই নেপথ্য কণ্ঠশিল্পী হওয়ার ইচ্ছাপোষণ করেন এবং মাত্র চার বছর বয়স থেকেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। ছয় বছর বয়সে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। ষোল বছর বয়সে তিনি জিটিভির সা রে গা মা পা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন।

এই অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভন্সালীর মায়ের নজর কাড়েন। এই প্রতিযোগিতা জয়ের পর ২০০২ সালে ভন্সালীর প্রণয়মূলক নাট্যধর্মী দেবদাস চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠদানের মাধ্যমে চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তার বলিউডে অভিষেক ঘটে।

এ চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার, এবং নতুন সঙ্গীত প্রতিভা বিভাগে ফিল্মফেয়ার আরডি বর্মণ পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেন।

 

Song – Tumi Jodi Chao
Lyrics – Ritam Sen
Singer – Shreya Ghoshal, Dev Arijit

 

তুমি যদি চাও লিরিক্স | Tumi jodi chao lyrics | Shreya Ghoshal

 

প্রাণ দিতে চাই লিরিক্স | Pran dite chai lyrics | Shreya Ghoshal | Parineeta
শ্রেয়া ঘোষাল

 

তুমি যদি চাও লিরিক্স বাংলা :

তুমি যদি চাও দুহাত বাড়াই
তুমি যদি চাও নিজেকে হারাই
তুমি যদি চাও মানুষের ভিড়ে
কাঁধে মাথা রাখি আদর কুড়োই
তুমি যদি চাও দুহাত বাড়াই
তুমি যদি চাও নিজেকে হারাই

যেমন ইচ্ছে আমাকে সাজাও
এটুকু আঁধার আলো করে দাও
ভালোবাসা দিয়ে ভালোবাসা বাঁধি
তোমার জন্যে তুমি যদি চাও
যেমন ইচ্ছে আমাকে সাজাও
এটুকু আঁধার আলো করে দাও
ভালোবাসা দিয়ে ভালোবাসা বাঁধি
তোমার জন্যে তুমি যদি চাও

তুমি যদি চাও পদ্য বানাই
তুমি যদি চাও স্বপ্ন আনাই
তুমি যদি চাও হাতে হাত রাখি
পাশাপাশি হাঁটি একসাথে গাই

তুমি যদি চাও দুহাত বাড়াই
তুমি যদি চাও নিজেকে হারাই

 

download 14 9 তুমি যদি চাও লিরিক্স | Tumi jodi chao lyrics | Shreya Ghoshal | 2020
শ্রেয়া ঘোষাল

 

Tumi jodi chao lyrics in english :

Tumi jodi chao du haat barai
Tumi jodi chao nijeke harai.
Tumi jodi chao manuser bhire
kadhe matha rakhi adhor kuroi.
Tumi jodi chao du haat barai
Tumi jodi chao nijeke harai.
Jeman icche amake sajao
Etuku adhar alo kore dao
Bhalobasa diya bhalobasa badhi
Tomar jonno tumi jodi chao.
Priya ghor aayo mora
Priya ghor aayo mora
Jeman icche amake sajao
Etuku adhar alo kore dao
Bhalobasa diya bhalobasa badhi.
Tomar jonno tumi jodi chao
Tumi jodi chao padha banai
Tumi jodi chao swapna anai
Tumi jodi chao haate haat rakhi
Pasapasi hati Eksathe gai.
Tumi jodi chao du haat barai
Tumi jodi chao nijeke harai.

 

তুমি যদি চাও লিরিক্স | Tumi jodi chao lyrics | Shreya Ghoshal
শ্রেয়া ঘোষাল
আরও দেখুনঃ

Leave a Comment