আহারে গানের লিরিক্স | Ahare gaaner lyrics | মিনার রহমান

মিনার রহমান যিনি মিনার নামেই অধিক পরিচিত, একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার ও কার্টুনিস্ট। তবে অন্য যে কোনো পরিচয়ের চেয়ে সঙ্গীতশিল্পী হিসেবেই তার পরিচিতি ও জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বাংলাদেশে যে কজন তরুণ সঙ্গীতশিল্পী সঙ্গীতে নিজস্ব ধারা তৈরি করেছেন, মিনার’ রহমান তাদের অন্যতম।মিনার তার বাবাকে দেখে প্রথম গানের প্রতি উদ্ধুদ্ধ হয়েছিলেন।
তার বাবা হেমন্ত মুখোপাধ্যায় এর গান গাইতেন। ছোটবেলাতে মিনার ছবি আঁকতেন। ছবির বিষয়বস্তুকে ঘিরে ক্লাস ফোরে পড়ার সময় প্রথম গানের লিরিক লেখেন। অষ্টম শ্রেনী থেকে কীবোর্ড বাজাতে পারতেন।
ক্লাস টেনে পড়ার সময় গানের সুর দেয়া শুরু করেন। মেজ বোনের কাছ থেকে কীবোর্ড উপহার পেয়ে সঙ্গীতের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। চারপাশের পরিবেশ থেকে অনুপ্রেরণা নিয়ে গান লিখতেন ও তাতে সুর দিতেন।
এভাবে ২০টি গান করে ফেলেন, তা থেকে ১৩ টি গান বাছাই করে যোগাযোগ করেন রেকর্ড লেবেল প্রতিষ্ঠান জি-সিরিজ এর সাথে। সেখানে সঙ্গীতশিল্পী তাহসান এর সাথে মিনারের প্রথম দেখা হয়।
তারই সঙ্গীতায়োজনে অগ্নিবীণার ব্যানারে ২০০৮ সালের আগস্টে মিনারের প্রথম একক অ্যালবাম “ডানপিটে” প্রকাশিত হয়। এ অ্যালবামের অ্যালবামের ‘সাদা’, ‘বন্ধু’, ‘জানি’ গান তিনটি বেশ জনপ্রিয়তা পায়।
শিরোনামঃ আহারে
কথাঃ মিনার’ রহমান
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ সাজিদ সরকার
অ্যালবামঃ আহারে
আহারে গানের লিরিক্স | Ahare gaaner lyrics | মিনার রহমান
আহারে গানের লিরিক্স বাংলা :
আমি কী দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে, আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও গহীন কোণে
আমি কী দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে, আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও অচিন কোণে
আকাশে, বাতাসে বসন্ত সুবাসে
কোকিলের কুহু ডাকে তারি ছোঁয়া
অলিতে, গলিতে ঘরেতে বাহিরে
যেথা যাই ডাকে মোরে তারি ছায়া
আমি কি দেখিনি হায়
বুঝিনি, শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা
কেনো সে বোঝেনি হায়
শোনেনি, জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা
উড়িয়া উড়িয়া, ঘুরিয়া ঘুরিয়া
খুঁজিয়া বেড়াই তারে ডানা মেলে
এপারে ওপারে, দুয়ারে দুয়ারে
শহরের খোয়াড়ে আঁকা মিছিলে
আমি কি দেখিনি হায়
বুঝিনি, শুনিনি হায়
তাহারও মনেরও আকুলতা
কেনো সে বোঝেনি হায়
শোনেনি, জানেনি হায়
আমারও বুকেরও অবুঝ কথা
আমি কী দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে
আহারে, আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনেরও গহীন ঘরে

Ahare gaaner lyrics in english :
Ami ki dekhechi hay
Ekla pothe dariye
Se chilo dure dure takiye
Ahare.. Ahare..
Kothay pabo tahare
Je chilo monero gohin kone
Ami ki dekhechi hay
Ekla pothe dariye
Se chilo dure dure takiye
Ahare.. Ahare..
Kothay pabo tahare
Je chilo monero ochin kone
Akashe batashe
Bosonto subashe
Kokiler-o kuhu daake tari chowa
Olite golite Ghorete bahire
Jetha jai daake more tari chaya
Ami ki dekhini hay
Bujhini, shunini hay
Taharo monero akulota
Keno se bojheni hay
Shoneni, janeni hay
Amaro bukero obuj kotha
Uriya uriya, Ghuriya ghuriya
Khujiya berai tare dana mele
Epare opare, duyare duyare
Sohorer khoyare anka michile
আরও দেখুন :