দুটিমনে লেগেগেছে লিরিক্স [ Duti Mone Lege Geche Lyrics ]
এন্ডু কিশোর ও কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa
Imtiaz Bulbul
এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ ( ৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।
তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “জীবনের গল্প আছে বাকি অল্প”, “হায়রে মানুষ রঙ্গীন ফানুস”, “ডাক দিয়াছেন দয়াল আমারে”, “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বুকের মধ্যে খানে”, “আমার বাবার মুখে প্রথম যেদিন”, “ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা”, “সবাই তো ভালোবাসা চায়” প্রভৃতি।
দুটিমনে লেগেগেছে লিরিক্স [ Duti Mone Lege Geche Lyrics ] । এন্ডু কিশোর ও কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa
দুটিমনে লেগেগেছে লিরিক্স
দু’টি মনে লেগে গেছে জোড়া…
দু’টি বুকে একই জ্বালা পুঁড়া…প্রেম
এমনই তো হয়
এমনই তো হয় প্রেম
এমনই তো হয়
এমনই তো হয়
দু’টি মনে লেগে গেছে জোড়া…
দু’টি বুকে একই জ্বালা পুঁড়া…প্রেম
এমনই তো হয়
এমনই তো হয় প্রেম
এমনই তো হয়
এমনই তো হয়
![দুটিমনে লেগেগেছে লিরিক্স [ Duti Mone Lege Geche Lyrics ] । এন্ডু কিশোর ও কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa 1 দুটিমনে লেগেগেছে লিরিক্স [ Duti Mone Lege Geche Lyrics ] । এন্ডু কিশোর ও কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/images-90-1-e1655554098654-300x254.jpg)
হৃদয়ে তোমার আমি বসতি গড়ে
মন চাই, চিরোদিনই থাকি…
বুকটা খোদাই করে রক্ত দিয়ে
এ বুকে তোমার ছবি আঁকি
হৃদয়ে তোমার আমি বসতি গড়ে
মন চাই, চিরোদিনই থাকি…
বুকটা খোদাই করে রক্ত দিয়ে
এ বুকে তোমার ছবি আঁকি
এতো প্রেম নয়, ফুলেরই বাগান
তুমি যে প্রাণের ফুলও তোঁড়া
দু’টি মনে লেগে গেছে জোড়া…
দু’টি বুকে একই জ্বালা পুঁড়া…প্রেম
এমনই তো হয়
এমনই তো হয় প্রেম
এমনই তো হয়
এমনই তো হয়
![দুটিমনে লেগেগেছে লিরিক্স [ Duti Mone Lege Geche Lyrics ] । এন্ডু কিশোর ও কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa 2 দুটিমনে লেগেগেছে লিরিক্স [ Duti Mone Lege Geche Lyrics ] । এন্ডু কিশোর ও কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-98-e1655554167765-300x260.jpg)
ছোট্ট জীবন আর
এতো বড়ো প্রেম
ফুরাবেনা এ জীবনে জানি
ওপারে গিয়ে আমি
আবারও তোমায়
নেবো যে আমার কাছে টানি
ছোট্ট জীবন আর
এতো বড়ো প্রেম
ফুরাবেনা এ জীবনে জানি
ওপারে গিয়ে আমি
আবারও তোমায়
নেবো যে আমার কাছে টানি
তোমারই প্রেমে প্রাণটা পাতায়
আমারই জীবন যেনো মোড়া
দু’টি মনে লেগে গেছে জোড়া…
দু’টি বুকে একই জ্বালা পুঁড়া…প্রেম
এমনই তো হয়
এমনই তো হয় প্রেম
এমনই তো হয়
এমনই তো হয়
![দুটিমনে লেগেগেছে লিরিক্স [ Duti Mone Lege Geche Lyrics ] । এন্ডু কিশোর ও কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa 3 দুটিমনে লেগেগেছে লিরিক্স [ Duti Mone Lege Geche Lyrics ] । এন্ডু কিশোর ও কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-96-e1655554235751-300x238.jpg)
দু’টি মনে লেগে গেছে জোড়া…
দু’টি বুকে একই জ্বালা পুঁড়া…প্রেম
এমনই তো হয়
এমনই তো হয় প্রেম
এমনই তো হয়
এমনই তো হয়
দুটিমনে লেগেগেছে লিরিক্স [ Duti Mone Lege Geche Lyrics ] । এন্ডু কিশোর ও কনক চাঁপা । Andrew Kishore & Kanak
কনকচাঁপা (জন্ম: ১১ সেপ্টেম্বর, ১৯৬৯) বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে।তিনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন।একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে তিনি সমান পারদর্শী। বর্তমানে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
তিনি ৩৪ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন।এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে ৩৫টি একক গানের অ্যালবাম।
চলচ্চিত্রের গান নিয়ে তার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘আবার এসেছি ফিরে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুরের প্রায় প্রতিটি গানেই কনক চাঁপা কণ্ঠ দিয়েছেন।তার গান মানেই তুমুল শ্রোতাপ্রিয়।