পলাশ ফুটেছে লিরিক্স [ Palaash Phutechhe lyrics ] । তপন চৌধুরী । Tapon chowdhury

পলাশ ফুটেছে লিরিক্স [ Palaash Phutechhe lyrics ]

তপন চৌধুরী । Tapon chowdhury

 

পলাশ ফুটেছে লিরিক্স [ Palaash Phutechhe lyrics ] । তপন চৌধুরী । Tapon chowdhury

 

তপন চৌধুরী (জন্ম ৭ জানুয়ারি) একজন বাংলাদেশী গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীতপরিচালক। তিনি সোল্‌স ব্যান্ডের সাবেক সদস্য।

সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৯ সালে তিনি জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন। ‘মন শুধু মন ছুঁয়েছে’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।

তার অন্য জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহু দূর’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কী কারণে কান্দ রে মন’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘মনে বড় আশা ছিল যাব মদিনায়’, ‘রাত কেটে যায় একা নিরালায়’, ‘যতবার দীপ জ্বালি জানি না সে দীপ কেন নিভে যায়’ ও ‘আমি দেবদাস হতে পারব না’ ইত্যাদি।

 

পলাশ ফুটেছে লিরিক্স [ Palaash Phutechhe lyrics ] । তপন চৌধুরী । Tapon chowdhury

 

পলাশ ফুটেছে লিরিক্স [ Palaash Phutechhe lyrics ] । তপন চৌধুরী । Tapon chowdhury

 

পলাশ ফুটেছে লিরিক্স

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসেছে দারুন মাস
আমি জেনি গেছি তুমি আসিবেনা ফিরে মিটিবেনা পিয়াস

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসেছে দারুন মাস
আমি জেনি গেছি তুমি আসিবেনা ফিরে মিটিবেনা পিয়াস

 

পলাশ ফুটেছে লিরিক্স [ Palaash Phutechhe lyrics ] । তপন চৌধুরী । Tapon chowdhury

 

কতদিন কত আশার সপন দেখেছি সংগোপনে
কতদিন কত আশার সপন দেখেছি সংগোপনে
হৃদয় আমার ভরেছিলাম দখিনা সমীরনে
স্বপন আমার বিফল হল
স্বপন আমার বিফল হল মনরে…………….
স্বপন আমার বিফল হল
আসেনি সে মধু মাস

আমি জেনি গেছি তুমি আসিবেনা ফিরে মিটিবেনা পিয়াস
পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসেছে

তোমার রঙ্গিন কুঞ্জমেলায় রং দিতে আমি এসে…
তোমার রঙ্গিন কুঞ্জমেলায় রং দিতে আমি এসে
এ মন আমার রাঙ্গিয়েছিলাম তোমাকে ভালবেসে
সুখের বাতাস বহেনা এখন
সুখের বাতাস মনরে….

 

পলাশ ফুটেছে লিরিক্স [ Palaash Phutechhe lyrics ] । তপন চৌধুরী । Tapon chowdhury

 

সুখের বাতাস বহেনা এখন হৃদয়ে দীর্ঘশ্বাষ
আমি জেনি গেছি তুমি আসিবেনা ফিরে মিটিবেনা পিয়াস
পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসেছে দারুন মাস
আমি জেনি গেছি তুমি আসিবেনা ফিরে মিটিবেনা পিয়াস
পলাশ ফুটেছে শিমুল ফুটেছে….

 

পলাশ ফুটেছে লিরিক্স [ Palaash Phutechhe lyrics ] । তপন চৌধুরী । Tapon chowdhury

আরও দেখুনঃ

কে তোমাকে বাসবে ভালো লিরিক্স [ Ke Tomake Bashbe Bhalo Lyrics ] । Adverb । Pranto williwaw

Leave a Comment