আমার বুকের মধ্যখানে লিরিক্স [ Amar Buker Moddhe Khane Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore

আমার বুকের মধ্যখানে লিরিক্স [ Amar Buker Moddhe Khane Lyrics ]

এন্ড্রু কিশোর । Andrew Kishore

সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল

ছায়াছবিঃ নয়নের আলো

 

আমার বুকের মধ্যখানে লিরিক্স [ Amar Buker Moddhe Khane Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore

 

আমার বুকের মধ্যখানে লিরিক্স

আমার বুকের মধ্যে খানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি
রেখেছি কতনা যতনে
তোমার বুকের মধ্যে খানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকেও রেখো
আর কোথাও যাবো না জীবনে
আমার বুকের মধ্যে খানে
মন যেখানে হৃদয় যেখানে
তোমায় নিয়ে নাও ভাসিয়ে
যাবো তেপান্তর
তোমায় নিয়ে নাও ভাসিয়ে
যাবো তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে
হবো দেশান্তর
তোমায় কতো ভালো বাসি
বোঝাবো বোঝাবো কেমনে
আমার বুকের মধ্যে খানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি
রেখেছি কতনা যতনে
আমার বুকের মধ্যে খানে
মন যেখানে হৃদয় যেখানে
সাগরেরী টানে যেমন
নদী ছুটে যায়
সাগরেরী টানে যেমন
নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী
তুমি আশার আলো নয়নে
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেখানে তোমাকে আমি
রেখেছি কত না যতনে
তোমার বুকের মধ্যে খানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকেও রেখো
আর কোথাও যাবো না জীবনে
আমার বুকের মধ্যে খানে
মন যেখানে হৃদয় যেখানে

Amar Buker Moddhe Khane Lyrics

Amar Buker Moddhe Khane
Mon Jekhane Ridoy Jekhane
Shei Khane Tomake Ami
Rekhechi Koto Na Jotone
Tomar Buker Moddhe Khane
Mon Jekhane Ridoy Jekhane
Shei Khane Amak-O rekho
R kothao jabo na Jibone
Amar Buker Moddhe Khane
Mon Jekhane Ridoy Jekhane
Tomay Niye Nao Vashiye
Jabo tepantor
Tomay Niye Nao Vashiye
Jabo tepantor
Bhalobashar Ghor Baniye
Hobo Deshantor
Tomay Koto Bhalobashi
Bojhabo Bojhabo Kemone
Amar Buker Moddhe Khane
Mon Jekhane Ridoy Jekhane
Shei Khane Tomak Ami
Rekhechi Koto Na Jotone
Amar Buker Moddhe Khane
Mon Jekhane Ridoy Jekhane
Sagorer E tane Jemon
Nodi Chute Jay
Sagorer E tane Jemon
Nodi Chute Jay
Temni Kore Amar A Mon
Tomay Pete Chay
Tumi Amar Jibon Tori
Tumi Ashar Alo Noyone
Amar Buker Moddhe Khane
Mon Jekhane Ridoy Jekhan
Shei Khane Tomake Ami
Rekhechi Koto Na Jotone
Tumar Buker Moddhe Khane
Mon Jekhane Ridoy Jekhane
Shei Khane Amakeo rekho
Ar kothao jabo na jibone
Amar Buker Moddhe Khane
Mon Jekhane Ridoy Jekhane

আমার বুকের মধ্যখানে লিরিক্স [ Amar Buker Moddhe Khane Lyrics ] । এন্ড্রু কিশোর । Andrew Kishore

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।

কিশোরের চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত মেইল ট্রেন চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই” গানের মধ্য দিয়ে।

তার রেকর্ডকৃত দ্বিতীয় গান বাদল রহমান পরিচালিত এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের “ধুম ধাড়াক্কা”। তবে এ জে মিন্টু পরিচালিত ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রতীজ্ঞা চলচ্চিত্রের “এক চোর যায় চলে” গানে প্রথম দর্শক তার গান শুনে এবং গানটি জনপ্রিয়তা লাভ করে।

 

তিনি অন্যান্য প্লেব্যাক গান রেকর্ড করেন যেমন ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘ভালবেসে গেলাম শুধু’ এর মত জনপ্রিয় সব গান।

কিশোর চলচ্চিত্রের গানে প্রথম সম্মাননা লাভ করেন বড় ভাল লোক ছিল (১৯৮২) চলচ্চিত্রের জন্য। মহিউদ্দিন পরিচালিত এই চলচ্চিত্রে সৈয়দ শামসুল হকের গীত ও আলম খানের সুরে “হায়রে মানুষ রঙিন ফানুস” গানটি জনপ্রিয়তা লাভ করে এবং এই গানের জন্য তিনি প্রথমবারের মত শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

১৯৮৪ সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের গীত ও সুরে নয়নের আলো চলচ্চিত্রের তিনটি গানে কণ্ঠ দেন, সেগুলো হল “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বাবার মুখে প্রথম যেদিন” ও “আমার বুকের মধ্য খানে”।

এটি বুলবুলের পূর্ণাঙ্গ সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রের নির্মাণব্যয় কম থাকার কারণে তিনি সৈয়দ আবদুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনদের মত বড় ও ব্যস্ত শিল্পীদের নিতে পারছিলেন না।

ফলে পুরুষ কণ্ঠের জন্য এন্ড্রু কিশোর এবং নারী কণ্ঠের জন্য সামিনা চৌধুরীকে নির্বাচন করেন। তথাপি অভিনেতা জাফর ইকবালের ঠোঁটে তার তিনটি গানই বেশ জনপ্রিয়তা লাভ করে।

 

১৯৮৭ সালে তিনি সারেন্ডার চলচ্চিত্রে আলম কানের সুরে তিনটি গানে কণ্ঠ দেন, সেগুলো হল “সবাইতো ভালোবাসা চায়”, “গুন ভাগ করে করে”, ও “ঘড়ি চলে ঠিক ঠিক”।

তন্মধ্যে প্রথমোক্ত গানটি জনপ্রিয়তা লাভ করে এবং এই গানের জন্য তিনি তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

 এছাড়া তিনি ক্ষতিপূরণ (১৯৮৯), পদ্মা মেঘনা যমুনা (১৯৯১), কবুল (১৯৯৬), আজ গায়ে হলুদ (২০০০), সাজঘর (২০০৭) ও কি যাদু করিলা (২০০৮) চলচ্চিত্রের গানের জন্য আরও সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Leave a Comment