নাম রেখেছি বনলতা লিরিক্স [ Naam Rekhechi Bonolota Lyrics ] । শ্যামল মিত্র । Shyamal Mitra

নাম রেখেছি বনলতা লিরিক্স [ Naam Rekhechi Bonolota Lyrics ]

শ্যামল মিত্র । Shyamal Mitra

 

 

 

শ্যামল মিত্র (১৪ জানুয়ারি ১৯২৯ – ১৫ নভেম্বর ১৯৮৭) পশ্চিম বাংলার এক প্রখ্যাত গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী। পঞ্চাশ ও ষাটের দশকের সবচেয়ে জনপ্রিয় গায়কদের অন্যতম। তার অনেক গান আজও বাঙালি শ্রোতাদের কাছে আদৃত। তার সুর করা জনপ্রিয় চলচ্চিত্র হল আনন্দ আশ্রম ও অমানুষ। তার পুত্রের নাম সৈকত মিত্র।

১৯৪৮ খ্রিস্টাব্দে শ্যামল মিত্র প্রথম রেকর্ড করেন সুধীরলাল চক্রবর্তীর সুরে। বিখ্যাত সুরকার সুবল দাশগুপ্ত, অনুপম ঘটক, হিমাংশু দত্ত, রবিন চট্টোপাধ্যায়ের সুরে অনেক গান গেয়েছেন।

তার রেকর্ডের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। প্রথম প্লে ব্যাক গায়ক হিসেবে ১৯৪৮ সালে ‘সুনন্দার বিয়ে’তে সাড়া ফেলেন। অনেক ছবির সংগীত পরিচালক ছিলেন তিনি। হিন্দি চলচ্চিত্রে বেশ কয়েকটি হিন্দি গানের সুরও তার দেওয়া।

 

নাম রেখেছি বনলতা লিরিক্স [ Naam Rekhechi Bonolota Lyrics ] । শ্যামল মিত্র । Shyamal Mitra

 

নাম রেখেছি বনলতা লিরিক্স

 

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।

 

বনলতা কও কথা
হয়ো না গো কুন্ঠিতা,
দ্বিধা থর থর মনেই তাই না এসেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।

জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি,
জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি একেছি,
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।

বনলতা কও কথা
হয়ো না গো কুন্ঠিতা,
বনলতা কও কথা
হয়ো না গো কুন্ঠিতা,
একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি,
একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি।

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
বনলতা কও কথা
হইয়ো না গো কুন্ঠিতা,
দ্বিধা থর থর মনেই তাই না এসেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।

 

Naam Rekhechi Bonolota Lyrics

Naam rekhechi bonolota jokhon dekhechi
Hoyto ba sei khonei tomay valobesechi
Bonolota koy kotha hoyona go kunthita
Didha thoro thoro monei tai na esechi
Naam rekhechi banalota jokhon dekhechi
Hoyto ba sei khonei tomay bhalobesechi

 

Jol bhora megh oi dachokhe
dekhte ami peyechi
Ekla mone nirjonete tomar chobi ekechi

 

 

নাম রেখেছি বনলতা লিরিক্স [ Naam Rekhechi Bonolota Lyrics ] । শ্যামল মিত্র । Shyamal Mitra

 

Leave a Comment