খেলিছএ বিশ্বলয়ে লিরিক্স [ Khelicho E Bisso Loye Lyrics ]
নজরুলগীতি । Nazrul Geeti
অনুপ জালোটা । Anup Jalota
অণুপ জালোটা হচ্ছেন – ভারতীয় সঙ্গীতের উল্লেখযোগ্য ধারা ভজন এবং উর্দু গীতধারা গজলের খ্যাতিমান ভারতীয় গায়ক। ভজনে অসামান্য দক্ষতা ও নিপুণতার জন্যে ইতোমধ্যেই তিনি ভজন সম্রাট নামে আখ্যায়িত হয়েছেন।
অণুপ জালোটার জন্ম বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতালে। তার পিতা ছিলেন পাঞ্জাবের “শাম চৌরাসি” ঘরানার বিখ্যাত ভজন গায়ক পুরুষোত্তম দাস জালোটা। অণুপ জালোটার শিক্ষা উত্তরপ্রদেশের লখনউতে।
বর্তমানে অণুপের ভাই অজয় জালোটা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন। তার আরও ভাই-বোন আছে। এক বড়ো ভাই অনিল জালোটা এবং দু’বোন – অঞ্জলি ধীর এবং অনিতা মেহরা।
খেলিছএ বিশ্বলয়ে লিরিক্স [ Khelicho E Bisso Loye Lyrics ] । নজরুলগীতি । Nazrul Geeti । অনুপ জালোটা । Anup Jalota
খেলিছএ বিশ্বলয়ে লিরিক্স
খেলিছ, এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে,
খেলিছ, এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনমনে,
খেলিছ..
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে,
খেলিছো, এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে
খেলিছো ..
শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে,
শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে,
ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে,
খেলিছ, এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনমনে,
খেলিছ ..
তারকা রবি শশী
খেলনা তব, হে উদাসী,
পড়িয়া আছে রাঙা
পায়েরও কাছে, রাশি রাশি।
নিত্য তুমি হে উদার
সুখে-দুঃখে অবিকার,
নিত্য তুমি হে উদার
সুখে-দুঃখে অবিকার,
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে,
খেলিছ, এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে,
খেলিছ ..
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে,
খেলিছো, এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে
খেলিছো ..
Khelicho E Bisso Loye Lyrics
Khelicho e biswa loye
biraṭ sisu anamane
proloyo sristi tobo putul khela
nirojone prabhu nirojone..
khelicho…
Sunne moha akashe
tumi mogno leela bilashe..
bhangicha garicha niti khone khone
nirojone probhu nirojone..
Taroka robi shoshi khelona tobo
he udasi
poriya ase ranga payero kase
rashi rashi..
Nitto tumi he udaar
sukhe-dukhe abikar.
Hasicho khelicho tumi apono shone
nirojane prabhu nirojane..
নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।
তবে তিনি প্রায়শ তাৎক্ষণিকভাবে লিখতেন; একারণে অনুমান করা হয় প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে বহু গান হারিয়ে গেছে। তার কিছু কালজয়ী গানগুলো হলো ‘রমজানের ওই রোযার শেষে’, ‘চল চল চল’, ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ ইত্যাদি।
নজরুলের আবির্ভাব ও কর্মকাল রবীন্দ্রযুগের অন্তর্ভূত। তবু নজরুল রবীন্দ্রনাথের প্রভাব বলয়ের সম্পূর্ণ বাইরে থেকে গীত রচনা করেছেন ও সুরারোপ করেছেন।
তিনি বাংলা গানে বিচিত্র সুরের উৎস। রবীন্দ্রনাথের মতো তিনিও একই সঙ্গে গীতিকার, সুরকার ও সুগায়ক। গানের সংখ্যায় তিনি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন। তিনি বহু নতুন সুরের স্রষ্টা। বিচিত্র সুর আর তালে তার গান নিত্য নতুন।
আরও দেখুনঃ
রমজান এলো লিরিক্স [ Ramjan Elo Lyrics ] । কলরব । Kalarab
Khelicho E Bisso Loye Lyrics (খেলিছ এ বিশ্ব লয়ে) Anup Jalota