আর হবে না দেখারে লিরিক্স[ Ar Hobena Dekha Lyrics ] | Sadman Pappu
বাংলার প্রাচীন সঙ্গীতকলা সংস্কৃত স্তোত্রসঙ্গীত প্রভাবিত। এই সময়কার বৈষ্ণব ভাবাশ্রিত কিছু ধর্মসঙ্গীতিগুলি আজও পূর্ব ভারতীয় মন্দিরগুলিতে গীত হয়। ত্রয়োদশ শতাব্দীতে কবি জয়দেব বিরচিত গীতগোবিন্দম্ এই জাতীয় সঙ্গীতের একটি বিশিষ্ট উদাহরণ। মধ্যযুগে নবাব ও বারো ভূঁইয়া নামে খ্যাত শক্তিশালী ভূস্বামীবর্গের পৃষ্ঠপোষকতায় প্রতিপালিত সঙ্গীতধারায় আবার হিন্দু ও মুসলমান সাংগীতিক রীতির এক অপূর্ব সমন্বয় দেখা যায়।
প্রাচীন ও মধ্যযুগীয় গানগুলির অধিকাংশই ছিল ধর্মীয় সঙ্গীত। মধ্যযুগের প্রথম পাদে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস, ও বলরামদাস প্রমুখ বৈষ্ণব পদকর্তাগণ রাধা-কৃষ্ণ বিষয়ক গানে জাগতিক ও আধ্যাত্মিক প্রেমচেতনার একটি পার্থক্য দর্শিয়েছেন। আবার মধ্যযুগের শেষ পাদে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ শাক্তপদাবলিকারগণ তাদের গানে ঈশ্বরকে শুদ্ধ মাতৃরূপে বন্দনার কথা বলেছেন। বৈষ্ণব ও শাক্তপদাবলি (শ্যামাসংগীত ও উমাসঙ্গীত) উভয়েরই মূল উপজীব্য হিন্দু ভক্তিবাদ|ভক্তিবাদী দর্শন।
বৈষ্ণব সঙ্গীতে যখন জীবাত্মা-পরমাত্মাকেন্দ্রিক প্রেমভক্তির তত্ত্ব প্রচারিত হয়, তখনই শাক্তগানে তন্ত্র ও শুদ্ধা মাতৃবন্দনার এক সম্মিলন গড়ে ওঠে।
Song : Ar Hobena Dekha Re Bondhu
Singer : Sadman Pappu
Lyricist : Rasel Miya
আর হবে না দেখারে বন্ধু লিরিক্স [ Ar Hobena Dekha Lyrics ] | Sadman Pappu
আর হবে না দেখারে লিরিক্স বাংলা :
ফুলের মতো নিষ্পাপ ছিলো
তোর আমার ভালোবাসা,
স্বপ্ন গুলো হারিয়ে গেছে
অপূর্ণ সব আশা।
কলিজার ছুটি ভেঙে গেছে..
ভিজিয়ে চোখের পাতা,
জনমের ঘুম ঘুমাইলা বন্ধু
আমায় করে একা।
আর হবে না,
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা,
আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা।
আমার অন্ধকারে আকাশ ছিলে
আলোর হাতছানি,
অশান্ত মন ভরে যেতো
দেখেরে ওই মুখখানি।
আগের মতো সবইতো আছে..
শুধু ভেতর ঘরটা ফাঁকা।
জনমের ঘুম ঘুমাইলা বন্ধু
আমায় করে একা।
আর হবে না,
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা,
আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা।
আমার পাগল মনের শত আবদার
পূর্ণ কে করিবে,
দেরি করে ফিরলে বাড়ি
অভিমান কে করিবে।
দুটি দেহ হতেই তো পারে
একটা ছিল আবদার।
জনমের ঘুম ঘুমাইলা বন্ধু
আমায় করে একা।
আর হবে না,
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা,
আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা।
Ar Hobena Dekha Lyrics in english :
Kolijar chuti venge geche
Vijiye chokher pata
Jonmer ghum ghumaila bondhu
Amay kore eka
Ar hobena
Ore r hobena dekhare bondhu
Ar hobena dekha
r hobena dekhare bondhu
Ar hobena dekha
Amar ondhokare akash chile
Alor haatchani
Oshanto mon vore jeto
Dekhere oi mukh khani
Ager moto shobaito ache
Shudhu vetor ghorta faka
Jonomer ghum ghumaila bondhu
Amay kore eka
Ar hobena
Ore r hobena dekhare bondhu
Ar hobena dekha
r hobena dekhare bondhu
Ar hobena dekha
Amar pagol moner shoto abdaar
Purno k koribe
Deri kore firle bari
Oviman k koribe
Duti deho hotei pare
Ekta chilo abdar
Jonomer ghum ghumaila bondhu
Amay kore eka
Ar hobena
Ore r hobena dekhare bondhu
Ar hobena dekha
r hobena dekhare bondhu
Ar hobena dekha