এক পায়ে নূপুর লিরিক্স [ Ek Paye Nupur Lyrics ]
তপু ও অনিলা । Topu & Anila
এক পায়ে নূপুর লিরিক্স [ Ek Paye Nupur Lyrics ] । তপু ও অনিলা । Topu & Anila
এক পায়ে নূপুর লিরিক্স
এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি,
এক পাশে সাগর, এক পাশে বালি
তোমার ছোট তরী বলো
নেবে কি ?
এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি
এক পাশে সাগর, এক পাশে বালি
তোমার ছোট তরী বলো
নেবে কি ? নেবে কি ?
![এক পায়ে নূপুর লিরিক্স [ Ek Paye Nupur Lyrics ] । তপু ও অনিলা । Topu & Anila 2 এক পায়ে নূপুর লিরিক্স [ Ek Paye Nupur Lyrics ] । তপু ও অনিলা । Topu & Anila](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_290,h_174/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-19T044326.851.jpg)
বলবোনা আকাশের চাঁদ এনে দেবো
বলবোনা তুমি রাজকন্যা,
শুধু জিগ্গেস করি
দেবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা
আমার ছোট তরী বলো যাবে কি ?
যাবে কি ?
নয় মিছে আশা, নয় শুধু ভালবাসা
নই অকারণ প্রেমে অন্ধ,
জানি তুমি আমি
আমাদের তরী আজব এক বন্ধুত্ব
তোমার ছোট তরী বল নেবে কি ?
চাঁদের আলো যদি ভালো লাগে
কাল হয়ে যায় ঝাপসা,
তোমার এ তরী যদি চলে যায়
ফিরে আর আসবেনা,
যত ভালোবাসি তারে
দূরে রয়ে যাবে তা তো আমি
জেনেছি।
![এক পায়ে নূপুর লিরিক্স [ Ek Paye Nupur Lyrics ] । তপু ও অনিলা । Topu & Anila 3 এক পায়ে নূপুর লিরিক্স [ Ek Paye Nupur Lyrics ] । তপু ও অনিলা । Topu & Anila](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_168/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-19T044317.009.jpg)
এক পায়ে নুপুর তোমার
অন্য পা খালি,
এক পাশে সাগর, এক পাশে বালি
আমার ছোট তরী বলো
যাবে কি ? যাবে কি ?
এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি,
এক পাশে সাগর, এক পাশে বালি
তোমার ছোট তরী বলো
নেবে কি ?
আমার ছোট তরী বলো
যাবে কি ?
তোমার ছোট তরী বলো
নেবে কি ?
Ek Paye Nupur Lyrics
Ek paye nupur amar
Onno paa khali
Ek pashe sagor ek pashe bali
Tomar choto tori bolo nebe ki
Bolbona aksher chand ene debo
![এক পায়ে নূপুর লিরিক্স [ Ek Paye Nupur Lyrics ] । তপু ও অনিলা । Topu & Anila 4 এক পায়ে নূপুর লিরিক্স [ Ek Paye Nupur Lyrics ] । তপু ও অনিলা । Topu & Anila](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_297,h_169/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-19T044312.769.jpg)
Bolbona tumi rajkonna
Shudhu jiggesh kori
Debe ki pari hok joto jhor bonna
Amar choto tori bolo jabe ki
আরও দেখুনঃ