নাম না জানা পাখি লিরিক্স [ Naam Na Jana Pakhi Lyrics ] । অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল । Arijit Singh and Shreya Ghoshal

নাম না জানা পাখি লিরিক্স [ Naam Na Jana Pakhi Lyrics ]
অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল । Arijit Singh and Shreya Ghoshal
নাম না জানা পাখি লিরিক্স [ Naam Na Jana Pakhi Lyrics ] । অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল । Arijit Singh and Shreya Ghoshal
অরিজিৎ সিং হলেন একজন বাঙালি নেপথ্য গায়ক। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন। । অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশকিছু হিট গান রয়েছে।
অরিজিৎ সিং এর পৈতৃক নিবাস ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ-এ। পারিবারিকভাবে অরিজিৎ প্রথম বিবাহ করেন ২০১২ সালে। কিন্তু সে সংসার টেকেনি।
বছরখানেক পরে প্রথম বিবাহ-বিচ্ছেদের পরে, তার ছেলেবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন। কোয়েল রায় ছোটবেলার বান্ধবী এবং উনিও তাঁর প্রথম বিবাহ থেকে সপুত্র বেরিয়ে এসেছেন।
নাম না জানা পাখি লিরিক্স [ Naam Na Jana Pakhi Lyrics ] । অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল । Arijit Singh and Shreya Ghoshal
প্রাইমারি স্কুলের পূর্বতন শিক্ষিকা এবং তাঁর নিজস্ব একটা এন.জি.ও সংস্থা রয়েছে। ২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ।
কাউকেই এই বিয়ের ব্যাপারে টের পেতে দেননি বলিউডের এই নামজাদা গায়ক। দ্বিতীয় স্ত্রী কোয়েলের প্রথম পক্ষের সন্তানকেও সারাক্ষণ আগলে রাখেন অরিজিৎ। অরিজিৎ-কোয়েলেরও দুই সন্তান রয়েছে-এক ছেলে ও এক মেয়ে।
তিন সন্তানকে নিয়ে ভরপুর পরিবার তাঁদের। সাধারণত মিডিয়া থেকে দুরত্ব বজায় রাখেন অরিজিৎ তবে কনসার্টগুলিতে ভক্তদের সঙ্গে মেতে ওঠেন। তিনি ২০১৮ সালে ভারতের গায়কদের মধ্যে সবচেয়ে বেশি কনসার্ট করেছেন এবং তিনি প্রতি বার দুর্গা পূজা তে তার বাড়ি যান ।
শ্রেয়া ঘোষাল হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন।
শ্রেয়া ঘোষালের রেকর্ডকৃত প্রথম গান হল “গানরাজ রাঙ্গি নাচাতো”, এটি লতা মঙ্গেশকরের গাওয়া একটি মারাঠি গানের কভার সংস্করণ।
নাম না জানা পাখি লিরিক্স [ Naam Na Jana Pakhi Lyrics ] । অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল । Arijit Singh and Shreya Ghoshal
তার প্রথম স্টুডিও অ্যালবাম হল বেঁধেছি বীণা, যা ১৯৯৮ সালের ১লা জানুয়ারি প্রকাশিত হয়েছিল। এতে ১৪টি গান রয়েছে।
তার শুরুর সময়ের আরও কয়েকটি গানের অ্যালবাম হল ও তোতা পাখি রে, একটি কথা (১৯৯৯),এবং মুখর পরাগ (২০০০)।[১৯] ২০০২ সালে তিনি রূপসী রাতে নামে একটি বাংলা স্টুডিও অ্যালবামের রেকর্ড করেন।
এছাড়া তিনি বনমালী রে (২০০২),[২১] এবং পরে কৃষ্ণ বিনা আছে কে (২০০৭) নামে দুটি ভক্তিমূলক গানের অ্যালবাম প্রকাশ করেন।

নাম না জানা পাখি লিরিক্স [ Naam Na Jana Pakhi Lyrics ] । অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল । Arijit Singh and Shreya Ghoshal

 

নাম না জানা পাখি লিরিক্স

আজ এক নাম না জানা কোনো পাখি

ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো,

আজ এলো কোন অজানা বিকেল

গান দিলো গোধূলী এক দু মুঠো

তুমি যাবে কি ?

বলো যাবে কি ?

দেখো ডাকছে ডাকলো কেউ,

তুমি পাবে কি ?

পা পাবে কি ?

 

নাম না জানা পাখি লিরিক্স [ Naam Na Jana Pakhi Lyrics ] । অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল । Arijit Singh and Shreya Ghoshal

 

সামনে বেপরোয়া ঢেউ..

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে এমনি ভেসে যাই

আজ এক নাম না জানা কোনো হাওয়া

চোখ বুজে ভাবছে বেয়াদব ধুলো,

টুপটাপ বৃষ্টি ফোটা গেলো থেমে

ভেজা ভেজা খিড়কি দরজা তুমি খোলো।

তুমি যাবে কি ?

বলো যাবে কি ?

দেখো ডাকছে ডাকলো কেউ,

তুমি পাবে কি ?

পা পাবে কি ?

সামনে বেপরোয়া ঢেউ..

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে এমনি ভেসে যাই

আজ যদি গল্প হয়

চুপচাপ রূপকথার

 

নাম না জানা পাখি লিরিক্স [ Naam Na Jana Pakhi Lyrics ] । অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল । Arijit Singh and Shreya Ghoshal

 

লাল নীল কমলা রোদ ক্যানভাসে,

আজ যদি বৃষ্টি হয়

যেন প্রানপনে ভিজবো খুব

রামধনু উঠবে ঠিক ফ্যান্টাসি।

তুমি যাবে কি ?

বলো যাবে কি ?

দেখো ডাকছে ডাকলো কেউ,

তুমি পাবে কি ?

পা পাবে কি ?

সামনে বেপরোয়া ঢেউ..

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই

যদি যাই ভেসে এমনি ভেসে যাই

 

Naam Na Jana Pakhi Lyrics

Aaj ek naam na jana kono pakhi

Daak dilo thonte niye khor-kuto

Aaj elo kono ojana bikel

Gaan dilo godhuli ek mutho

Tumi jabe ki?

Bolo jabe ki?

Dekho dakche daklo keu

Tumi pabe ki?

Pa-pabe ki?

Shamne beporoya dheu

Chuye dile shona kathi khuje pai

Jodi jai veshe emni bheshe jai

Chuye dile shona kathi khuje pai

Jodi jai veshe emni bheshe jai

Aaj ek naam na jana kono hawa

Chokh buje bhabchi beyadop dhulo

Tup-tap brishti fota gelo theme

Bheja bheja khirki dorja tumi kholo

Tumi jabe ki?

Bolo jabe ki?

Dekho dakche daklo keu

Tumi pabe ki?

Pa-pabe ki?

নাম না জানা পাখি লিরিক্স [ Naam Na Jana Pakhi Lyrics ] । অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল । Arijit Singh and Shreya Ghoshal

Shamne beporoya dheu

Chuye dile shona kathi khuje pai

Jodi jai bheshe emni bheshe jai

Chuye dile shona kathi khuje pai

Jodi jai bheshe emni bheshe jai

Aaj jodi golpo hoy

Chup-chaap rupkothar

Laal neel komla rod Canvas e

Ho. Aaj jodi brishti hoy

Jeno praanpone bhijbo khub

Ramdhanu uthbe thik fantasy…

Tumi jaabe ki?

Bolo jaabe ki?

Dekho dakche daaklo keu

Tumi paabe ki?

Pa-paabe ki?

Shamne beporoya dheu…

Chuye dile shona kathi khuje pai

Jodi jai bheshe emni bheshe jai

Chuye dile shona kathi khuje pai

Jodi jai bheshe emni bheshe jai

Chuye dile shona kathi khuje pai

Jodi jai bheshe emni bheshe jai

Chuye dile shona kathi khuje pai

Jodi jai bheshe emni bheshe jai…

 

নাম না জানা পাখি লিরিক্স [ Naam Na Jana Pakhi Lyrics ] । অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল । Arijit Singh and Shreya Ghoshal

আরও দেখুনঃ

Leave a Comment