পৃথিবী আমার আসল লিরিক্স [ prithibi amar asol lyrics ]
মতিউর রহমান মল্লিক
মতিউর রহমান মল্লিক (জন্ম: ১লা মার্চ ১৯৫৪ – মৃত্যু: ১২ আগস্ট ২০১০) হলেন একজন বাংলাদেশী কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী, সুরকার ও গীতিকার। তিনি বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। যিনি ইসলামী ধারায় অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন।
মল্লিক ১৯৫৪ সালের ১লা মার্চ বাগেরহাট জেলার সদর উপজেলার বারুইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মুন্সি কায়েম উদ্দিন মল্লিক স্থানীয় জারীগানের দলের জন্য গান লিখতেন।
তৎকালীন রেডিওতে কবি ফররুখ আহমদ যে সাহিত্য আসর পরিচালনা করতেন সেই আসরে মল্লিকের বড় ভাই কবিতা আবৃত্তি করেছিলেন। পিতা মাতার সান্নিধ্যে থেকে তিনি গানের প্রাথমিক জীবন শুরু করেন।
প্রাথমিক জীবনে রেডিওতে গান শুনে শুনে গান লেখা শুরু করেন। তখনকার তার প্রায় সকল গানই ছিল প্রেমের গান। পরবর্তীতে ইসলামী আদর্শে প্রভাবিত হয়ে ইসলামী ধারায় গান লেখা শুরু করেন।
মল্লিক বারুইপাড়া সিদ্দীকিয়া সিনিয়র মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর বাগেরহাট পিসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
পৃথিবী আমার আসল লিরিক্স [ prithibi amar asol lyrics ] । মতিউর রহমান মল্লিক
পৃথিবী আমার আসল ঠিকানা নয়,
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।।
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মিছে এই মানুষের বন্ধন,
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন।
মিছে এই মানুষের বন্ধন,
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন।
মিছে এই জীবনের রংধনু সাতরং,
মিছে এই জীবনের রংধনু সাতরং,
মিছে এই দুদিনের অভিনয়।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মিছে এই ক্ষমতার দন্দ,
মিছে গান কবিতার ছন্দ।
মিছে এই ক্ষমতার দন্দ,
মিছে গান কবিতার ছন্দ।
মিছে এই অভিনয় নাটকের মঞ্চে,
মিছে এই অভিনয় নাটকের মঞ্চে,
মিছে এই জয় আর পরাজয়।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
পৃথিবী আমার আসল লিরিক্স [ prithibi amar asol lyrics ] । মতিউর রহমান মল্লিক
আরও দেখুনঃ
- নিঝুম রাতের পরী তুমি লিরিক্স [ Nijhum raater pori tumi lyrics ] | Akash Mahmud
- এল নন্দের নন্দন নব ঘনশ্যাম লিরিক্স [ Elo Nandero Nandon nobo Ghonoshyam ] | Kazi Nazrul Islam
- আলোতে আলোতে ঢাকা লিরিক্স [ Alote Alote Dhaka Lyrics ] | Anupam Roy | Konttho
- কান্নায় লাভ নেই লিরিক্স [ Kannay lav nei lyrics ] | পিয়ানো | James
- তুমি মুর জীবনের ভাবনা লিরিক্স [ Tumi mor jiboner vabna lyrics ] | Anondo osru | Andrew kishore