মেঘের পালক লিরিক্স [ Megher Palok Lyrics ] । শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal । Natobar Not Out

মেঘের পালক লিরিক্স [ Megher Palok Lyrics ]

শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal

Film: Natobar Not Out

 

মেঘের পালক লিরিক্স [ Megher Palok Lyrics ] । শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal । Natobar Not Out

 

শ্রেয়া ঘোষাল (জন্ম: ১২ই মার্চ ১৯৮৪) হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন।

হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।

ঘোষাল শৈশব থেকেই নেপথ্য কণ্ঠশিল্পী হওয়ার ইচ্ছাপোষণ করেন এবং মাত্র চার বছর বয়স থেকেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন।

ছয় বছর বয়সে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। ষোল বছর বয়সে তিনি জিটিভির সা রে গা মা পা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন।

 

মেঘের পালক লিরিক্স [ Megher Palok Lyrics ] । শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal । Natobar Not Out

 

এই অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভন্সালীর মায়ের নজর কাড়েন। এই প্রতিযোগিতা জয়ের পর ২০০২ সালে ভন্সালীর প্রণয়মূলক নাট্যধর্মী দেবদাস চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠদানের মাধ্যমে চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তার বলিউডে অভিষেক ঘটে।

এ চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার, এবং নতুন সঙ্গীত প্রতিভা বিভাগে ফিল্মফেয়ার আরডি বর্মণ পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেন।

মেঘের পালক লিরিক্স [ Megher Palok Lyrics ] । শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal । Natobar Not Out

মেঘের পালক লিরিক্স

মেঘের পালক চাদের নোলক
কাগজের খেয়া বাসছে (2)
বুক দুকফুক চাঁন্দ পানা মুখ
চিলেকোঠা থেকে হাসছে
মেঘের বাড়িতে ভেজা ভেজা পায়ে
তা থই তা থই বর্ষা
কাক ভেজা মন জল থই থই
রাত্রি হলো ফরসা
আমি তুমি আজ একাকার হয়ে
মিসেছি আলোর বৃত্তে
মম চিত্তে নিতি নিত্তে কে যে নাচে
মেঘের পালক চাদের নোলক
কাগজের খেয়া বাসছে
মেঘের পালক লিরিক্স [ Megher Palok Lyrics ] । শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal । Natobar Not Out
আলতো পায়ে ছড়ানো পথ
ভিজে আয়না
এই শ্রাবন আবছা বহর টের পায়না
জল টুপ টুপ পায়ে ছন্দে
রাত্রির জুঁই ফুল
হাতে হাত রেখে আলুক সালুক স্বপ্নে মশগুল
অগোছলোমল নেমেছে শ্রাবন মেঘ থই থই ঝর্না
আমি তুমি আজ একাকার হয়ে
মিসেছি আলোর বৃত্তে
মম চিত্তে নিতি নিত্তে কে যে নাচে
মেঘের পালক চাদের নোলক
কাগজের খেয়া বাসছে
রঙের দোয়াতে আঁকি বুকি ভোর , এলোমেলো ঘোর কাটছে ,
দিন পাল্টায় আলো আলতায় , দুটো মন আজ হাঁটছে |
যত অলিগলি আকুলি বিকুলি এই পথ চলা কদ্দুর ?
আগুনের আঁচে আনাচে কানাচে তুমি আর আমি রোদ্দুর |
তুমি আমি তিন সত্যি হয়ে , বাকি সব আজ মিথ্যে |
মম চিত্তে নিতি নৃত্যে ….কে যে নাচে
মেঘের পালক চাদের নোলক
কাগজের খেয়া বাসছে (2)
মেঘের পালক লিরিক্স [ Megher Palok Lyrics ] । শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal । Natobar Not Out

Megher Palok Lyrics

Megher palok, chander nolok,
kagojer kheya vasche.. [x2]
Buk dhukupuku chand-pana mukh
Chileykotha theke haasche
Megher barite veja veja paye
tathoi tahoi borsha
Kak veja mon jol thoi-thoi
raatri holo forsha
Ami tumi aaj eka-kar hoye
misechi alor brittey
Momo chittey niti nrittey keji naache
Megher palok, chander nolok,
kagojer kheya vasche..
Alto pay chorano poth, vije ayna
E sohor abcha bhor, teer pai na
Jol tup tup paye chonddo raatri jui ful
O.. Jol tup tup paye chonddo raatri jui ful
Haate haat rekhe alok-salo sawpne masgul
Ogo cholo mon nemeche shrabon
megh thoi thoi jhorna…
Ami tumi aaj eka-kar hoye
misechi alor brittey
Momo chittey niti nrittey keji naache
মেঘের পালক লিরিক্স [ Megher Palok Lyrics ] । শ্রেয়া ঘোষাল । Shreya Ghoshal । Natobar Not Out
Ronger doyate anki-buki bhor
elo-melo ghori kaatche
Din pay tai alo ar tai duto mon aaj haatche
Joto oli-goli ankuli-ikuli
e poth chola kot-dur
Aguner anchey anache kanache
Tumi ar ami roddur
Tumi ami teen-otti hoye
baki shob mithey
Momo chittey – nrittey – nache
Megher palok, chander nolok,
kagojer kheya vasche..

আরও দেখুনঃ

 

Leave a Comment