দুর্গে দুর্গে লিরিক্স [ Durge Durge Lyrics ] । আশা ভোঁসলে । Asha Bhosle

দুর্গে দুর্গে লিরিক্স [ Durge Durge Lyrics ]

আশা ভোঁসলে । Asha Bhosle

 

দুর্গে দুর্গে লিরিক্স [ Durge Durge Lyrics ] । আশা ভোঁসলে । Asha Bhosle

 

আশা ভোঁসলে ( জন্ম: ৮ সেপ্টেম্বর ১৯৩৩) একজন ভারতীয় গায়িকা। মূলত তিনি হিন্দি সিনেমার নেপথ্য সঙ্গীত গাওয়ার জন্য বিখ্যাত। আশা ভোঁসলে ভারতের জনপ্রিয়তম গায়িকাদের মধ্যে একজন।

১৯৪৩ সাল থেকে আরম্ভ করে তিনি ষাট বছরেরও বেশি সময় ধরে গান গেয়ে চলেছেন। তিনি তার সঙ্গীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন।

মনে করা হয় তিনি ১২০০০ এরও বেশি গান গেয়েছেন। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাঁকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করে[১]। ভারত সরকার তাঁকে ২০০৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে।

আশা ভোঁসলে ১৯৩৩ সালের ৮ই সেপ্টেম্বর সঙ্গিল রাজ্যের (বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত) সঙ্গিল জেলার গৌড়ে এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন।

তার পিতা দীনানাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি ভাষী গোমন্থক মারাঠা সমাজের সদস্য এবং মারাঠি সঙ্গীত মঞ্চের একজন অভিনেতা ও শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।

ভোঁসলের যখন নয় বছর বয়স, তখন তার পিতা মৃত্যুবরণ করেন। তার পরিবার পুনে থেকে কোহলাপুর এবং পরে মুম্বইয়ে চলে আসে। তিনি ও তার বড় বোন লতা মঙ্গেশকর তাঁদের পরিবারের ভরণপোষণের জন্য চলচ্চিত্রে গান গাওয়া ও অভিনয় শুরু করেন।

তার গাওয়া প্রথম গান হল মারাঠি ভাষার মাঝা বল (১৯৪৩) চলচ্চিত্রে “চল চল নব বল”। গানটির সুরায়োজন করেছিলেন দত্ত দবজেকর।

তার হিন্দি চলচ্চিত্রের গানে অভিষেক হয় হংসরাজ বেহলের চুনারিয়া (১৯৪৮)-এ “সাবন আয়া” গানে কণ্ঠ প্রদানের মাধ্যমে।[৩] তার প্রথম একক হিন্দি চলচ্চিত্রের গান ছিল রাত কী রানী (১৯৪৯) চলচ্চিত্রের জন্য।

 

দুর্গে দুর্গে লিরিক্স [ Durge Durge Lyrics ] । আশা ভোঁসলে । Asha Bhosle

 

দুর্গে দুর্গে লিরিক্স [ Durge Durge Lyrics ] । আশা ভোঁসলে । Asha Bhosle

দুর্গে দুর্গে লিরিক্স

দূর্গে দূর্গে দূর্গতিনাশিনী
মহিষাসুরমর্দিনী জয় মা দূর্গে
দেবী দূর্গে জগত জননী
তুমি মা মঙ্গলকারিনী

দেবী দূর্গে জগত জননী
তুমি মা মঙ্গলকারিনী
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে

 

দুর্গে দুর্গে লিরিক্স [ Durge Durge Lyrics ] । আশা ভোঁসলে । Asha Bhosle

 

দশভূজা দশ-শস্ত্র-শালিনী
মধুকৈটভ সংহারিনী
দূর্গে দূর্গে দূর্গতিনাশিনী
মহিষাসুরমর্দিনী জয় মা দূর্গে

দশভূজা দশ-শস্ত্র-শালিনী
মধুকৈটভ সংহারিনী
অদ্বিতীয়া তুমি অনন্যা
ভবানী মা দুঃখহারিনী

দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে
শুম্ভ-নিশুম্ভ দানব-দলনী
ভক্তি মুক্তি-দায়িনী

জগ-প্রসবিনী মহাযোগিনী
চণ্ডীকে মা শিবানী
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে

শতগুনে মহা-সরস্বতী
রজোগুণে মহালক্ষ্মী রূপিনী,
তম-গুণে মহাদুর্গা তুমি
তম-গুণে মহাদুর্গা তুমি

মহামায়া গো সনাতনী
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে
দেবী দুর্গে জগত জননী

তুমি মা মঙ্গলকারিনী
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে
দেবী দুর্গে জগত জননী
তুমি মা মঙ্গলকারিনী

 

দুর্গে দুর্গে লিরিক্স [ Durge Durge Lyrics ] । আশা ভোঁসলে । Asha Bhosle

 

Durge Durge Lyrics

Durge durge durgatinashini
Mohisasurmordini joy ma durga
Debi durge jogot janani
Tumi ma mongolkarini

Debi durge jogot janani
Tumi ma mongolkarini
Durge durge durgatinashini
Mohisasur mordini joy ma durga

Doso vuja dosh soshtro shalini
Modhu koitov songharini
Durge durge durgatinashini
Mohisasur mordini joy ma durga

Doso vuja dosh soshtro shalini
Modhu koitov songharini
Aditiya tumi ananna
Bhabani ma dukho harini

Durge durge durgatinashini
Mohisasurmordini joy ma durga
Sumvo nisumvo danob doloni
Bhakti mukti dayini

Jog prosobini mohajogini
Chandi ke ma shibani
Durge durge durgatinashini
Mohisasurmordini joy ma durga

Soto gune moha saraswati
Rajo gune moha laxsmi rupini
Tomo gune moha durga tumi
Tomo gune moha durga tumi

Mohamaya go sonatoni
Durge durge durgatinashini
Mohisasur mordini joy ma durge
Debi durge jogot janani

Tumi ma mongolkarini
Durge durge durgatinashini
Mohisasur mordini joy ma durge
Debi durge jogot janani
Tumi ma mongolkarini

 

দুর্গে দুর্গে লিরিক্স [ Durge Durge Lyrics ] । আশা ভোঁসলে । Asha Bhosle

আরও দেখুনঃ

 

Leave a Comment