![ও মাঝি বাওনা তোমার নাও [ O Majhi Baona Tomar Nao ] 1 ও মাঝি বাওনা তোমার নাও](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_225/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/15044171843_3b6484d54f_z-300x225.jpg)
“মাঝি বাওনা তোমার নাও” গানটি বাংলার একটি জনপ্রিয় লোকসংগীত । লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে।
ও মাঝি বাওনা তোমার নাও [ O Majhi Baona Tomar Nao ]
গানের জনরাঃ লোকসংগীত
ও মাঝি বাওনা তোমার নাও [ O Majhi Baona Tomar Nao ]
ও মাঝি বাওনা তোমার নাও
ওরে এমন সুন্দর বৈঠা বাইয়্যা
তুমি বইসা দিন কাটাও মাঝিরে….
ও মাঝি বাওনা তোমার নাও
ওরে এমন সুন্দর বৈঠা বাইয়্যা
তুমি বইসা দিন কাটাও মাঝিরে
![ও মাঝি বাওনা তোমার নাও [ O Majhi Baona Tomar Nao ] 2 ও মাঝি বাওনা তোমার নাও](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_183,h_275/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/images-15.jpg)
ও মাঝি বাওনা তোমার নাও
ওরে এমন সুন্দর বৈঠা বাইয়্যা
তুমি বইসা দিন কাটাও মাঝিরে….
ওরে অই বাতাসের গোড়ে গোড়ে এএএ…
তুমি বৈঠা মার ধীরে ধীরেরে..
অই বাতাসের গোড়ে গোড়ে এএএ
তুমি বৈঠা মার ধীরে ধীরেরে
আমার মুখের বাতাস উঠলে পরে…
মুখের বাতাস উঠলে পরে
কেমনে ছেচি নাও মাঝি
বাও না তোমার নাও
ওরে এমন সুন্দর বৈঠা বাইয়্যা
তুমি বইসা দিন কাটাও মাঝিরে
ও মাঝি বাওনা তোমার নাও
ওরে এমন সুন্দর বৈঠা বাইয়্যা
তুমি বইসা দিন কাটাও মাঝিরে
ওরে ভবা পাগ্লার ভাঙ্গা তরীইইই..
আমি টাইনা দিবার না পাই দরিরে
ওরে ভবা পাগ্লার ভাঙ্গা তরীইইই
আমি টাইনা দিবার না পাই দরিরে
আবার জল জমে যায় গোঁড়াজুড়ি।
জল জমে যায় গোঁড়াজুড়ি।
![ও মাঝি বাওনা তোমার নাও [ O Majhi Baona Tomar Nao ] 3 YaifwwriN4BzRFCyqbslL4 ও মাঝি বাওনা তোমার নাও [ O Majhi Baona Tomar Nao ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
জল জমে যায় গোঁড়াজুড়ি।
কেমনে ছেচি নাও মাঝি
এমন সুন্দর বৈঠা বাইয়্যা
তুমি বইসা দিন কাটাও মাঝিরে
ও মাঝি বাওনা তোমার নাও
ওরে এমন সুন্দর বৈঠা বাইয়্যা
তুমি বইসা দিন কাটাও মাঝিরে
ও মাঝি বাওনা তোমার নাও
ওরে এমন সুন্দর বৈঠা বাইয়্যা
তুমি বইসা দিন কাটাও মাঝিরে
লোকসঙ্গীতঃ
![ও মাঝি বাওনা তোমার নাও [ O Majhi Baona Tomar Nao ] 4 folk photo ও মাঝি বাওনা তোমার নাও [ O Majhi Baona Tomar Nao ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/folk_photo-300x300.jpg)
ও মাঝি বাওনা তোমার নাও একটি লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি একটি দেশের বা দেশের যেকোনো অঞ্চলের কালচার সংস্কৃতিকে তুলে ধরে। অনেকে ফোক বা লোকগীতি গানকে ওয়ার্ল্ড মিউজিকও বলে থাকেন।
সাধারণত কোন একটি অঞ্চলের নিজস্ব ঢঙে, সুর ও সঙ্গীত ব্যবহার করে, সে অঞ্চলের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহার করে এবং গানের কথায় সে অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি ফুটিয়ে তোলার মাধ্যমে ফোক গানের সৃষ্টি করা হয়।
আমাদের দেশে জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদী, গম্ভীরাসহ আরও নানা ধরণের ফোক গানের সম্ভার রয়েছে। লালন সাই, হাসন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দিন আহমদ, আব্দুল আলীম, মমতাজ এরা নানা সময়ে নানা ধরণের ফোক সঙ্গীত সৃষ্টি করে এবং গেয়ে জনপ্রিয় হয়েছেন। বর্তমান সময়ে লালন ব্যান্ড, জলের গান, অর্ণবসহ অনেক শিল্পী রয়েছেন যারা ফোক ফিউশন গান করে থাকেন। এছাড়াও আমেরিকাতে বব ডিলান, বব গিবসন, জন ডেনভারের মত শিল্পীরা ফোক গানের জন্য বিখ্যাত।
আরও দেখুনঃ