আকাশে বাতাসে লিরিক্স | Akashe batashe lyrics | Moner majhe tumi | Suam | Sadhana sargam

আকাশে বাতাসে লিরিক্স,

আকাশে বাতাসে চল সাথী গানটি মনের মাঝে তুমি ছায়া ছবির গান। গানটি তে কণ্ঠ দিয়েছেন সুয়াম ও সাধনা সারগাম

 

 

আকাশে বাতাসে লিরিক্স | Akashe batashe lyrics | Moner majhe tumi | Suam | Sadhana sargam

 

আকাশে বাতাসে চল সাথী লিরিক্স | akashe batashe chol sathi lyrics | moner majhe tumi | suam | sadhana sargam

আকাশে বাতাসে চল সাথী লিরিক্স

 

আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে..
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে..

আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘর, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে..

রিমঝিমঝিম বৃষ্টি শেষে
সূর্য্য আবার উঠবে হেসে
সে আমার এ দু’চোখে স্বপ্ন ছড়াবে
নেইতো এ মন ঘুমের ঘোরে
স্বপ্ন তবু দুচোখ জুড়ে
সে সুখে মন পাখি যে পাখা ঊড়াবে

সুরে সুরে গানে গানে
খুশিতে আজ মন যে দোলে রে
আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে..

নীল নীল ঐ আকাশ পথে
দেখা হবে পরীর সাথে
জোছনা দেবে চাঁদ আসলে রাতে
আজকে এ মন যাক হারিয়ে
দিলাম আমি হাত বাড়িয়ে
এভাবে আমরা দুজন থাকবো সাথী
ছন্দে আনন্দে গানে গানে
খুশিতে আজ প্রাণ যে দোলে রে

আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই
চল ডানা মেলে রে..
ময়নারে ময়নারে যাবো তোর পিছু পিছু
ডানা মেলে রে..
আকাশে ভেসে চল, রুপকথার দেশে চল
ঐ দেশে বাঁধবো ঘর, পার হয়ে তেপান্তর
সাত সাগর তের নদী পেছনে ফেলে রে

 

 

আকাশে বাতাসে চল সাথী লিরিক্স | akashe batashe chol sathi lyrics | moner majhe tumi | suam | sadhana sargam

মনের মাঝে তুমি:

মনের মাঝে তুমি ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে নির্মিত বাংলা চলচ্চিত্র।[১] আন্তর্জাতিক মান সম্পন্ন এই ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়। সম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে দুটি ছেলে মেয়ের কিশোর বেলার বন্ধুত্বকে কেন্দ্র করে উঠে এসেছে নানা জটিলতা, পাওয়া-না পাওয়া, প্রেম-ভালবাসা, ও হাসি-কান্নার হৃদয়বিদরক জীবন ছবি। বাংলাদেশের প্রবীণ পরিচালক মতিউর রহমান পানু পরিচালিত এই ছবিটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়।

ছবির দু’টি মূলচরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও পূর্ণিমা এবং দু’টি পার্শচরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত ও তনু রায়। এছাড়াও ছবিটিতে ভারত-বাংলাদেশের বেশ কয়েকজন গুণী অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন।

 

 

সাধনা সারগাম:

ধ্রুপদী সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক নীলা গানেকরের কন্যা তিনি। বাড়ীতে সঙ্গীতমুখর পরিবেশই তাকে সঙ্গীতের দিকে ধাবমান করে। চার বছর বয়স থেকেই গান শিখতে শুরু করেন তিনি। ১০ বছর বয়সে কেন্দ্র সরকার থেকে বৃত্তি লাভ করেন। এরফলে পণ্ডিত যশরাজের ছত্রচ্ছায়ায় গান শিখেন। শৈশবকাল থেকেই বসন্ত দেশাইয়ের সাথে তথ্যচিত্র, শিশুতোষ চলচ্চিত্র ও মঞ্চে অংশ নিতে থাকেন।

মহারাষ্ট্রের রত্নাগিরির সমুদ্র বন্দর এলাকা দাভোলে সাধনা’র জন্ম হয়। তার মা নীলা গানেকর সুরকার অনিল মোহিলের সাথে জানাশোনা ছিল। ফলশ্রুতিতে কল্যাণজী-আনন্দজী’র সাথে পরিচিত হন। জি. পি. সিপ্পি’র তৃষ্ণা (১৯৭৮) চলচ্চিত্রে কিশোর কুমারের সাথে শিশুদের সম্মিলিত সঙ্গীতে অংশগ্রহণ করেন। হিন্দি, তামিল, বাংলা, মারাঠি চলচ্চিত্রের অসংখ্য গানে নেপথ্য শিল্পী হিসেবে অংশ নেন। তিনি ৩৪টি ভারতীয় ভাষায় গান করেছেন।

চার বছর বয়সে সয়াই গন্ধর্ব সঙ্গীত উৎসবে নিজের প্রতিভা মেলে ধরেন। ছয় বছর বয়সে দূরদর্শনের জন্য বসন্ত দেশাইয়ের গানে সুরজ এক চান্দা এক তারে অনেক শীর্ষক জনপ্রিয় গানে কণ্ঠ দেন।

১৯৯০-এর দশকে হিন্দি ও দক্ষিণ ভারতীয় গানের জন্য পরিচিতি পান। একমাত্র উত্তর ভারতীয় হিসেবে দক্ষিণ ভারতীয় গানের জন্য জাতীয় পুরস্কার লাভ করেছেন।[৩] এছাড়াও, হিন্দুস্তানী ধ্রুপদী গানে প্রশিক্ষণ নেন। ১৯৮০-এর দশকের শুরুতে হিন্দি, তামিল, মারাঠি, ওরিয়া, তেলুগু, বাংলা, কানাড়া, মালয়ালম, গুজরাটি, নেপালী ভাষাসহ অনেক ভাষায় গান রেকর্ড করেন। ভারতের শীর্ষস্থানীয় সবগুলো পুরস্কারই তিনি লাভ করেছেন

 

আকাশে বাতাসে চল সাথী লিরিক্স | akashe batashe chol sathi lyrics | moner majhe tumi | suam | sadhana sargam

 

 

আরও দেখুনঃ

 

Leave a Comment