বড় ভালবাসি লিরিক্স | Boro valobashi lyrics | Shafiq Tuhin

 বড় ভালবাসি লিরিক্স,

গানটি গেয়েছেন  শফিক তুহিন।

 

বড় ভালবাসি লিরিক্স | boro valobashi lyrics | shafiq tuhin

 

 

 

ভালবাসি বড় ভালবাসি লিরিক্স

 

চোখ মেললেই দেখি তোমাকে

চোখ বুজলেই পাই আরো কাছে

চোখ মেললেই দেখি তোমাকে
চোখ বুজলেই পাই আরো কাছে

তারও বেশি ভালবাসা

আমি দিতে চাই
যত ভালবাসা
পৃথিবীতে আছে

ভালবাসি বড় ভালবাসি

এর বেশি ভালবাসা যায় না
ও আমার জান পাখি ময়না

ভালবাসি বড় ভালবাসি এর

বেশি ভালবাসা যায় না
ও আমার প্রাণ পাখি ময়না

সূর্যের বুকে
আছে যতটা আলো
তারও বেশি তোমাকে বেসেছি ভাল

রাত যত ভরে থাক আঁধার কালোয়
আলোকিত হতে চাই তোমার আলোয়

ভালবাসি বড় ভালবাসি

এর বেশি ভালবাসা যায় না
ও আমার প্রাণ পাখি ময়না

ভালবাসি বড় ভালবাসি

এর বেশি ভালবাসা যায় না
ও আমার জান পাখি ময়না

একটিও পলক একাকী তুমিহীনা…
চেনা চেনা লাগে সবি অচেনা

ও রাত যত ভরে থাক আঁধার কালোয়
আলোকিত হতে চাই তোমার আলোয়

ভালবাসি বড় ভালবাসি

এর বেশি ভালবাসা যায় না
ও আমার জান পাখি ময়না

ভালবাসি বড় ভালবাসি

এর বেশি ভালবাসা যায় না
ও আমার প্রান পাখি ময়না

চোখ মেললেই দেখি তোমাকে

চোখ বুজলেই পাই আরো কাছে

তারও বেশি ভালবাসা

আমি দিতে চাই
যত ভালবাসা
পৃথিবীতে আছে

ভালবাসি বড় ভালবাসি

এর বেশি ভালবাসা যায় না
ও আমার জান পাখি ময়না

ভালবাসি বড় ভালবাসি এর

বেশি ভালবাসা যায় না
ও আমার প্রাণ পাখি ময়না

 

 

শফিক তুহিন:

শফিক তুহিন (জন্ম: ২৭ জুলাই, ১৯৭৬) বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী। সেরা গীতিকার হিসেবে তিনি ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। [১] এছাড়া শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার হিসেবে চারবার সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পুরস্কার পেয়েছেন। [২][৩] তিনি সহস্রাধিক গান রচনা করেছেন এবং দুই শতাধিক গানের সুরারোপ করেছেন।

শফিক তুহিনের জন্ম চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সাদেক আলী মল্লিক পাড়ায়। তার বাবার নাম এম, এ সবুর এবং মায়ের নাম হালিমা খাতুন। পরিবারের সদস্য চার ভাই দুই বোন। তিনি দর্শনা কেরু উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

শফিক তুহিন বর্তমানে গীতিকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন।

 

Leave a Comment