পাঞ্জাবিওয়ালা লিরিক্স,
গানটি তে কণ্ঠ দিয়েছেন শিরিন জাওয়াদ ।
পাঞ্জাবিওয়ালা লিরিক্স | panjabiwala lyrics | shireen jawad
পাঞ্জাবিওয়ালা লিরিক্স
রসিক দিলকা জ্বালা
ওই লাল কুর্তাওয়ালা
দিলি বড়ো জ্বালা রে,
পাঞ্জাবিওয়ালা
দিলি বড়ো জ্বালা রে,
পাঞ্জাবিওয়ালা (২ বার)
বাবরি কাটা তার চুলের বাহার
মুচকি হাসি-হাসি
মুখটা যে তার (২ বার)
বাবরি চুলওয়ালা
ওই লাল কুর্তাওয়ালা
দিলি বড়ো জ্বালা রে
পাঞ্জাবিওয়ালা
দিলি বড়ো জ্বালা রে
পাঞ্জাবিওয়ালা
রসিক দিলকা জ্বালা
ওই লাল কুর্তাওয়ালা
দিলি বড়ো জ্বালা রে,
পাঞ্জাবিওয়ালা
দিলি বড়ো জ্বালা রে,
পাঞ্জাবিওয়ালা
বন্ধু যদি আমার ভ্রমর হইত
মনেরই বাগানে সে যে মধু খাইত
বন্ধু যদি আমার ভ্রমর হইত
মনেরই বাগানে সে যে মধু খাইত
খেলতো প্রেমের খেলা
ওই লাল কুর্তাওয়ালা
দিলি বড়ো জ্বালা রে
পাঞ্জাবিওয়ালা
দিলি বড়ো জ্বালা রে
পাঞ্জাবিওয়ালা
রসিক দিলকা জ্বালা
ওই লাল কুর্তাওয়ালা
দিলি বড়ো জ্বালা রে,
পাঞ্জাবিওয়ালা
দিলি বড়ো জ্বালা রে,
পাঞ্জাবিওয়ালা (২ বার)
মাইনষে বলে তারে কালারে কালা
আমারই কাছে লাগে কত যে ভালা
মাইনষে বলে তারে কালারে কালা
আমারই কাছে লাগে কত যে ভালা
কালা গলার মালা
ওই লাল কুর্তাওয়ালা
দিলি বড়ো জ্বালা রে
পাঞ্জাবিওয়ালা
দিলি বড়ো জ্বালা রে
পাঞ্জাবিওয়ালা
রসিক দিলকা জ্বালা
ওই লাল কুর্তাওয়ালা
দিলি বড়ো জ্বালা রে
পাঞ্জাবিওয়ালা …।।
panjabiwala lyrics in english
Roshik dilka jala
Oi lal kurtawala
Dili boro jala re
Panjabiwala
Babri kata tar chuler bahar
Muchki hasi-hasi
Mukhta je tar
Babri chulwala
Oi lal kurtawala
Bondhu jodi amar vomor hoito
Moneri bagane se je modhu khaito
Khelto premer khela
শিরিন জাওয়াদ:
শিরিন জাওয়াদ (জন্ম:১০ অক্টোবর, ১৯৭১) একজন ব্রিটিশ ও বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি ফিউসন ও লোক ধরনের গান পরিবেশন করেন। তার বাবার পৈতৃক নিবাস বাংলাদেশের চট্টগ্রাম জেলায়।
শিরিন জাওয়াদ ১৯৭১ সালের শেষের দিকে পূর্ব লন্ডনে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে উঠেন। তিনি মাত্র দুই বছর বয়সে তার বাবার সাথে গান গেয়েছিলেন।[১] তিনি শখের বশত ছোট থেকেই বলিউডে গান গাওয়া শুরু করেন। তার বাবা তাকে সঙ্গীত শেখার জন্য উৎসাহিত করেছিলেন। তিনি তার জীবনের প্রথম পারফরমেন্স করেন স্কুলে। তার বাবা ও মায়ের কাছে ঘরের মধ্যে বাংলা লোক সঙ্গীতের অনুপ্রেরণা পান।
জাওয়াদ গায়িকা হওয়ার আগে একজন সমাজকর্মী হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি পান। ১৯ বছর বয়সে তিনি পাবলিক পারফরমেন্সে লোক সঙ্গীতের গান গেয়েছিলেন। তিনি যুক্তরাজ্য জুড়ে কমিউনিটি ফাংশন এবং মেলায় গান গান। ২০০২ সালে তিনি বেথেনাল গ্রিন ফেস্টিভাল এশিয়ান ট্যালেন্ট প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।
২০০৭ সালে জাওয়াদের প্রথম অ্যালবাম “পাঞ্জাবীওয়ালা” মুক্তি পায়, যা হাবিব ওয়াহিদের সঙ্গীতায়নে করা হয়।[৪] তিনি তার প্রথম অ্যালবামের গানগুলোকে তার মৃত মায়ের নামে উৎসর্গ করেন। লেজার ভিশনের সঙ্গীতায়নে ২০০৯ সালে তার দ্বিতীয় অ্যালবাম “মাতোয়ালি” মুক্তি পায়। এই অ্যালবামের গানগুলো তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করেন।
এরপর আবারও লেজার ভিশনের সঙ্গীতায়নে তার তৃতীয় অ্যালবাম “রঙ্গিলা” মুক্তি পায়। যাতে হাবিব ওয়াহিদ, বাপ্পা মজুমদার, ফুয়াদ, হৃদয় খান, রুমেল, রুম্মান, রাফা এবং রায়হান সমন্বিতভাবে কাজ করেন।[৫][৬]
তিনি নিয়মিত বাংলাদেশ, ইংল্যান্ড, আমেরিকা, ডেনমার্ক, ইতালি ও স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশে গানের অনুষ্ঠান করে থাকেন। ২০১৫ সালের আগস্ট মাসে বার্মিংহামের বারক্লাইকার্ডের অ্যারিনাতে সঙ্গীতানুষ্ঠান করেন।
শিরিনের গাওয়া গানের প্রধান আকর্ষণীয় বিষয় হলো এশীয় লোক ও আধ্যাত্মিক সঙ্গীত।