ভাড়া কইরা আনবি লিরিক্স | vhara koira anbi lyrics | monir khan

ভাড়া কইরা আনবি লিরিক্স,

গান: ভাড়া কইরা আনবি মানুষ
শিল্পী: মনির খান

 

ভাড়া কইরা আনবি লিরিক্স | vhara koira anbi lyrics | monir khan

 

ভাড়া কইরা আনবি মানুষ লিরিক্স | vhara koira anbi manush lyrics | monir khan

ভাড়া কইরা আনবি মানুষ লিরিক্স

 

ভাড়া কইরা আনবি মানুষ
কান্দিতে মোর লাশের পাশে
চারিদিকে রাখবি নজর
সে না যেন দেখতে আসে।।

সে যদি পায় রে খবর
কেমনে দিবি লাশের কবর
আমারে জাগিতেই হবে
যদি গো তার নয়ন ভাসে

তাহার হৃদয় যেন পবিত্র
ঐ মদিনারই মাটি
আমি তার হৃদয়ে বিছাইয়াছি
জায়নামাজের পাটি রে, জায়নামাজের পাটি।।

৫ ওয়াক্ত মোনাজাতে
বলিতো সে জোড়াহাতে
আখেরাতের পরেও যেন
আমারে সে ভালোবাসে

আমার নামাজ রোজার সকল শোয়াব
দাও গো বিধি তারে
যেন পরকালে আমার কাছে
সে আসিতে পারে গো, সে আসিতে পারে।।

যদি না তারে পাবো
নরকে হেঁটে যাবো
স্বর্গ যে তারি বুকে
দেখেছি তা বারোমাসে

 

vhara koira anbi manush lyrics in english

Vara koira Anbi Manush
kandi te mor lasher pashe
charidike rakhbi najar
she na jeno dekhte ashe

she jodi paire khobor
kemne dibi lasher kobor
amare jagite hobe
jodi go tar noyon bashe

tahar hridoy jeno probito
oi modinari mati
ami tar hridoye bichaiyachi
jay namajer patire jay namajer patire

pach wakto monajate
bolito she jora hate
akhirater pore o jeno
amare she vhalobashe

amar namaz rojar sokol soyab
dew go bidhi tare
jeno porokale amar kache
she ashite pare go she ashi te pare

jodi na tare pabo
noroke hete jabo
shorgo je tari boke
dekhechi ta baromashe

 

ভাড়া কইরা আনবি মানুষ লিরিক্স | vhara koira anbi manush lyrics | monir khan

মনির খান:

মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ১৯৯৬ সালে তোমার কোন দোষ নেই নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্ৰকাশ করেছেন।[১][২] তিনি ৩ বার শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) অর্জন করেন,[৩] বিজয়ী চলচ্চিত্রের নাম যথাক্রমে: প্রেমের তাজমহল (২০০১), লাল দরিয়া (২০০২) ও দুই নয়নের আলো (২০০৫)

১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন।

১৯৯১ সালের ৫ই সেপ্টেম্বর এখান থেকে এন. ও. সি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু গুরুজনদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেকে। তিনি যখন যার মধ্যে ভাল কিছু পেয়েছেন সেগুলি নিজের আয়ত্বে নেয়ার চেষ্টা করেছেন।

এইভাবে বেশ কিছুদিন যাবার পর তিনি অডিও মার্কেটে একটি স্থান নেবার কথা ভাবলেন। চিন্তা অনুযায়ী কাজ শুরু করলেন। মূলত কুটি মনসুরের উৎসাহে উৎসাহিত হয়ে মনির খান বাজারে নিজের গাওয়া গানের অ্যালবাম বের করার সিদ্ধান্ত নিলেন।

জনপ্রিয় সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকারের সান্নিধ্য পাবার চেষ্টা করলেন। মিল্টন খন্দকার মনির খানের গান শুনে খুশী হয়ে তার কণ্ঠে গাওয়া গানের একটি ক্যসেট বের করতে রাজি হলেন। ক্যাসেট বের করার উদ্দেশ্যে মনির আরও ভাল ভাবে গান চর্চার মাধ্যদিয়ে নিজেকে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে তৈরী করতে চেষ্টা করলেন। নিজেকে প্রস্তুত করতে মনির খানের সময় লেগেছিল ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত দীর্ঘ চার বছর।

১৯৯৬ সালে বিউটি কর্নার থেকে তার ১২টি গানের প্রথম একক অ্যালবাম তোমার কোন দোষ নেই বের হয়। অ্যালবামটি দারুণ জনপ্রিয়তা পায়। অ্যালবামটি জনপ্রিয়তা পাবার পর মনির খান রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। এরপর মনির খান আর থেমে থাকেননি। তিনি একের পর গানের অ্যালবাম বের করেছেন এবং প্রতিটি অ্যালবামে সফলতা পেয়েছেন।

 

ভাড়া কইরা আনবি মানুষ লিরিক্স | vhara koira anbi manush lyrics | monir khan

 

আরও দেখুনঃ

Leave a Comment