ওগো মোর পেয়ারা নবি
ওগো মোর পেয়ারা নবি লিরিক্স, This beautiful islamic bangla gojol is sung by Sadman Sakib.
ওগো মোর পেয়ারা নবি লিরিক্স | Ogo Mor Peyara Nabi | Sadman Sakib
singer: salman sakib
ওগো মোর পেয়ারা নবি লিরিক্স
ওগো মোর পেয়ারা নবি
তুমি যে সৃষ্টির সবই
তুমি মাহবুবে খোদা সারে দু জাহান (2)
আমার ইমান
আমার দ্বীন
আমার জান (2)
তোমারই নূর হতে
এসেছে প্রাণ যাতে
ভালোবাসা যে তাতে (2)
ইয়া নবি তবু কাছে পাইবে সে প্রান (2)
আমার ইমান
আমার দ্বীন
আমার জান (2)
ভাল যে বাস তুমি
মরণে পাশে তুমি
কবরে আস তুমি (2)
তোমারই ভালবাসা মুমিনের ই মান (2)
আমার ইমান
আমার দ্বীন
আমার জান (2)
ওগো মোর পেয়ারা নবি
তুমি যে সৃষ্টির সবই
তুমি মাহবুবে খোদা সারে দু জাহান (2)
আমার ইমান
আমার দ্বীন
আমার জান (2)

আশা করছি গজল গুলো আপনাদের অনেক ভালো লাগছে। আমারা দারুন দারুন কিছু বাংলা ইসলামিক গজল অ্যাপ এবং ইসলামিক বাংলা ওয়াজ এর অ্যাপ তৈরী করেছি এবং সেই অ্যাপগুলো Google Play Store থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আশা করছি গজল ও ওয়াজ এর অ্যাপ গুলো ব্যবহার করে আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ ❤❤
আল্লাহ” শব্দটির ব্যৎপত্তি নিয়ে ধ্রুপদী আরব ভাষাতত্ত্ববিদগণ ব্যাপক আলোচনা করেছেন।[১০] বাসরা বিদ্যালয়ের ব্যাকরণবিদগণ এই শব্দটিকে “স্বতঃস্ফূর্তভাবে” গঠিত শব্দ বা “লাহ” (ক্রিয়ামূল “লিহ” থেকে আগত) এর একটি নির্দিষ্ট রূপ হিসেবে বিবেচনা করেন। অন্যরা ধারণা করেন শব্দটি সিরিয়াক বা হিব্রু থেকে এসেছে। কিন্তু বেশিরভাগ ভাষাতত্ত্ববিদ আরবি ভাষার নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক “আল” ও “ইলাহ” এই দুটি শব্দের সংক্ষিপ্ত রূপের সমন্বয়ে “আল্লাহ” শব্দটি উদ্ভূত বলে মনে করেন।আধুনিক পণ্ডিতদের অধিকাংশই এই তত্ত্বটি সমর্থন করেন এবং সিরিয়াক বা হিব্রু থেকে আগত হওয়ার ধারণাটি সন্দেহের সাথে দেখেন।
“আল্লাহ” শব্দটির সমজাতীয় (একই মূল বিশিষ্ট) শব্দ হিব্রু ও আরামীয় ভাষাসহ অন্যান্য সেমিটিক ভাষায় বিদ্যমান।[১২] শব্দটির আরামীয় রূপ হলো “এলাহ” কিন্তু নির্দিষ্ট রূপ “এলাহা” । এটি প্রাচীন আরামীয় ভাষায় “এলাহা” ও সিরিয়াক ভাষায় “আলাহা” হিসেবে ব্যবহৃত হয়েছে যা আসিরীয় খ্রিস্টানগণ ব্যবহার করে। কিন্তু উভয় ভাষাতেই এর অর্থ “স্রষ্টা”। প্রাচীন হিব্রু ভাষায় বেশিরভাগ ক্ষেত্রে বহুবচন “এলোহিম” এবং কদাচিৎ একবচন “এলোয়া” ব্যবহৃত হয়েছে।
ইসলামি ধর্মবিশ্বাস অনুযায়ী, “আল্লাহ” হলো একমাত্র প্রশংসাযোগ্য ও সর্বশক্তিমান সত্তার প্রকৃত নাম] এবং তার ইচ্ছা ও আদেশসমূহের প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রদর্শন ইসলামি ধর্মবিশ্বাসের মূলভিত্তি হিসেবে বিবেচিত।[“তিনিই একমাত্র উপাস্য, সমগ্র মহাবিশ্বের স্রষ্টা এবং মানবজাতির বিচারক।” “তিনি এক (ٱلْوَٰحِدُ), অদ্বিতীয় (ٱلْأَحَد), পরম করুণাময় ও সর্বশক্তিমান।”
বিচার দিবস পর্যন্ত কোন মানুষের চোখ আল্লাহকে দেখতে পাবে না। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনে আল্লাহ বাস্তব সত্তা, তার গুণাবলি ও বিভিন্ন নাম, তার সাথে সৃষ্টির সম্পর্ক ও আরও অনেক বিষয় বর্ণিত হয়েছে। আল্লাহ কোন কিছুর উপর নির্ভরশীল নন[] এবং খ্রীষ্টীয় ত্রিত্বের অংশ নন।] আল্লাহর কোন পিতা-মাতা নেই এবং সন্তান নেই।
আরও দেখুনঃ