ও সাথী (2009) [ O Sathi ]

ও সাথী
আক্কাস দেওয়ান

সাথী গানটি লিখেছেন আক্কাস দেওয়ান এবং গানটি গেয়েছেন  বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান । গানটি বাংলা চলচিত্র ভালবাসা দিবি কিনা বলছবি থেকে নেয়া হয়েছে।

সাথী [ O Sathi ]

গীতিকারঃ আক্কাস দেওয়ান

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মনির খান

সাথী [ O Sathi ]

ও-সাথী একবার এসে দেখে যাও,

আমি কত সুখে আছি।।

বেঁচে আছি কি না মরে গেছি।।

একবার এসে দেখে যাও,

আমি কত সুখে আছি।

ও-সাথী একবার এসে দেখে যাও,

আমি কত সুখে আছি।

ও-সাথী ভুল বুঝে চলে গেছ,

আমায় ফেলে একা,

ও সাথী
মনির খান

কত দিন গত হল,

পাই না তোমার দেখা।।

সেই যে গেলে আর এলেনা,

কি দোষ বল করেছি।।

একবার এসে দেখে যাও

আমি কত সুখে আছি।

ও সাথী একবার এসে দেখে যাও,

আমি কত সুখে আছি।

ও সাথী কি যে ব্যথা বুকের ভেতর,

বোঝাবো কি করে,

এত শীঘ্রই বদলে গেছ,

তুমি কি করে।।

আমি তো যেমন ছিলাম

তেমনই আছি

একবার এসে দেখে যাও

আমি কত সুখে আছি

ও-সাথী একবার এসে দেখে যাও,

আমি কত সুখে আছি।

ও-সাথী মানুষের মন নিয়ে,

ছিনিমিনি খেলনা,

এই মন ভেঙ্গে গেলে,

জোড়াতো লাগেনা।।

তোমার ছবি বুকের ভেতর,

এঁকে রেখেছি।।

একবার এসে দেখে যাও,

আমি কত সুখে আছি।।

ও সাথী নিঃসঙ্গ জীবন আমার,

বন্দি প্রেম এর জেলখানায়,

তোমার কথা ভাবতে ভাবতে,

সময় তো বয়ে যায়।।

আমি আক্কাস দেওয়ান,

তোমার পথ চেয়ে আছি।।

একবার এসে দেখে যাও,

আমি কত সুখে আছি।।

বেঁচে আছি কি না মরে গেছি।।

একবার এসে দেখে যাও,

আমি কত সুখে আছি।।।

মনির খানঃ

158201677 315476506609854 4294593251055384581 n ও সাথী (2009) [ O Sathi ]
মনির খান

ও সাথী গানের কন্ঠশিল্পী মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। মনির খান ১৯৭২ সালের ১ আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ মাহবুব আলী খান একজন স্কুল শিক্ষক এবং মাতা মোছা. মনোয়ারা খাতুন একজন গৃহিণী। গুণী এই শিল্পীর বাল্যকাল কেটেছে নিজ গ্রামেই। বন্ধুদের সাথে খেলাধুলা, ছোটাছুটি, পুকুরে সাঁতারকাটা আর মাছ ধরা সবমিলিয়ে এক আনন্দঘন পরিবেশে বেড়ে উঠেছেন মনির খান। এত কিছুর মধ্যেও ছোট বেলা থেকেই তার গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল। স্থানীয় অনেক গুরুজনদের কাছে গান শিখেছেন। তবে সঙ্গীতের হাতেখড়ি হয় মূলত রেজা খসরুর কাছে ।

১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন।১৯৯১ সালের ৫ই সেপ্টেম্বর এখান থেকে এন. ও. সি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু গুরুজনদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেকে।

আরও দেখুনঃ

 

 

Leave a Comment